Virat Kohli: ক্রিকেটের নন্দনকাননে ওডিআইতে কিং কোহলির কারনামা…
Virat Kohli Birthday Special: টানা ৭ ম্যাচ জিতে ইডেনে অষ্টম জয়ের লক্ষ্যে নামছে টিম ইন্ডিয়া। ভারতের পর দক্ষিণ আফ্রিকাই চলতি বিশ্বকাপের অন্যতম সফল টিম। এই দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। বিরাট কোহলির জন্মদিনে আজ ফিরে দেখা ইডেন গার্ডেন্সে (Eden Gardens) অতীতে ওডিআইতে তিনি কেমন পারফর্ম করেছেন।
কলকাতা: বিরাট… বিরাট…, কোহলি… কোহলি… ইডেনের গ্যালারি থেকে এই ধ্বনি আজ বারবার শোনা যাবে। আজ ৩৫ এ পা দিলেন কিং কোহলি। আর তাঁর জন্মদিনে ক্রিকেটের নন্দনকাননে পড়েছে টিম ইন্ডিয়ার ম্যাচ। প্রোটিয়াদের বিরুদ্ধে ইডেন মাতাতে তৈরি বিরাট কোহলি (Virat Kohli)। টানা ৭ ম্যাচ জিতে ইডেনে অষ্টম জয়ের লক্ষ্যে নামছে টিম ইন্ডিয়া। ভারতের পর দক্ষিণ আফ্রিকাই চলতি বিশ্বকাপের অন্যতম সফল টিম। এই দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। বিরাট কোহলির জন্মদিনে আজ ফিরে দেখা ইডেন গার্ডেন্সে (Eden Gardens) অতীতে ওডিআইতে তিনি কেমন পারফর্ম করেছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ইডেনে একদিনের ক্রিকেটে বিরাট কোহলির কারনামা…
- ক্রিকেটের নন্দনকাননে এখনও অবধি মোট ৭টি ওডিআই ম্যাচ খেলেছেন বিরাট কোহলি।
- ২০০৯ সালের ২৪ ডিসেম্বর প্রথমবার ইডেন গার্ডেন্সে ওডিআই ম্যাচ খেলেছিলেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে ১০৭ রানের ইনিংস উপহার দিয়েছিলেন বিরাট। সেই ম্যাচে বিরাটের স্ট্রাইকরেট ছিল ৯৩.৮৫।
- ২০১১ সালের ২৫ অক্টোবর ইডেনে দ্বিতীয় বার একদিনের ক্রিকেটে খেলেছিলেন বিরাট। সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। সেই ম্যাচে কোহলি শূন্যে আউট হয়েছিলেন।
- ২০১৩ সালের ৩ জানুয়ারি ক্রিকেটের নন্দনকাননে তৃতীয় ওডিআইতে খেলেছিলেন বিরাট। সেই ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ৬ রান করেছিলেন বিরাট।
- ২০১৪ সালের ১৩ নভেম্বর ইডেন গার্ডেন্সে বিরাট কোহলি চতুর্থ একদিনের ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে বিরাট রান আউট হয়েছিলেন। ওই ম্যাচে কোহলি করেছিলেন ৬৬ রান।
- ২০১৭ সালের ২২ জানুয়ারি ইডেন গার্ডেন্সে পঞ্চম ওডিআইতে খেলেন কিং কোহলি। ওই ম্যাচে বিরাট ৫৫ রান করেন।
- ২০১৭ সালের জানুয়ারির পর সে বছরের ২১ সেপ্টেম্বর আবার ইডেনে একদিনের ম্যাচে খেলেছিলেন বিরাট। সেই ম্যাচে অজিদের বিরুদ্ধে ৯২ রানের ইনিংস উপহার দিয়েছিলেন বিরাট। সেটি ইডেনে কোহলির ষষ্ঠ ওডিআই ম্যাচ ছিল।
- চলতি বছরের ১২ জানুয়ারি ইডেন গার্ডেন্সে শেষ বার খেলেছিলেন বিরাট কোহলি। ওই ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৪ রান করেছিলেন কোহলি।
ইডেন গার্ডেন্সে ৭টি আন্তর্জাতিক একদিনের ম্যাচে খেলে ৩৩০ রান করেছেন বিরাট কোহলি। এ বার দেখার আজকের ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে বিরাটের ব্যাটে কত রান আসে।