Babar Azam: বাবর আজমের চোখে বিশ্বের সেরা ব্যাটার বিরাট-রোহিত, আর কে?
ICC World Cup 2023: ভারতের মাটিতে বর্তমানে বিশ্বকাপে খেলতে ব্যস্ত পাক ক্রিকেট টিম। টানা ৪ ম্যাচ হেরে কার্যত সেমিফাইনাল থেকে ছুটি হয়ে গিয়েছে বাবর আজমের দলের। চরম সমালোচনা চলছে গ্রিন আর্মিকে নিয়ে। এই পরিস্থিতিতে পাক টিমের অধিনায়ক বাবর আজম (Babar Azam) তাঁর পছন্দের তিন ব্যাটারের নাম জানালেন।
নয়াদিল্লি: ভারত-পাকিস্তান (India vs Pakistan) দ্বৈরথ বরাবরই দুই দেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। ২২ গজে এই দল যখনই মুখোমুখি হয় হাজার-একটা পুরনো স্মৃতি নিয়ে আলোচনা হয়। দুই দলের অতীতের পারফরম্যান্স আর বর্তমান ফর্ম নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলে। অবশ্য মাঠে দুই দলের মধ্যে মার-মার, কাট-কাট অবস্থা হলেও, মাঠের বাইরে ছবিটা আলাদা। ভারত-পাকিস্তান ক্রিকেটারদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কই দেখা গিয়েছে মাঠের বাইরে। বিশ্বকাপে এখনও অবধি ৬ ম্যাচ খেলেছেন বাবর-রিজওয়ানরা। তাতে পাকিস্তানের জয় ২টি আর হার ৪টি। এই পরিস্থিতিতে রীতিমতো সমালোচনা হচ্ছে পাক ক্রিকেট টিমকে নিয়ে। এরই মাঝে পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam) বিশ্বকাপের (ICC World Cup) সম্প্রচারকারী চ্যানেলে জানালেন ক্রিকেট বিশ্বে তাঁর পছন্দের তিন ব্যাটারের কথা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
গ্রিন আর্মির নেতা বাবর আজম জানান ক্রিকেট বিশ্বে তাঁর পছন্দের তিন সেরা ক্রিকেটার হলেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং কেন উইলিয়ামসন। তিনি বলেন, ‘ক্রিকেট বিশ্বের মধ্যে বিরাট কোহলি, রোহিত শর্মা ও কেন উইলিয়ামসন হল আমার প্রিয় ক্রিকেটার। ওরা বিশ্বের সেরা ক্রিকেটার। ওরা পরিস্থিতি ভালো বুঝতে পারেন। যে কারণে ওরা সেরা। আমি ওদের শ্রদ্ধা করি।’
এই তিন ক্রিকেটারের মধ্যে কোন জিনিস বাবর আজমের সবচেয়ে ভালো লাগে? এর উত্তরে বাবর বলেন, ‘বিরাট, রোহিত ও কেনের মধ্যে আমার যে জিনিস ভালো লাগে তা হল, ওরা কঠিন পরিস্থিতি থেকে দলকে বের করে আনে। কঠিন বোলিং হলেও রান তুলতে থাকে। এই জিনিসটাই আমি ওদের থেকে শেখার চেষ্টা করি।’ বর্তমানে ক্রিকেট বিশ্বে বাবর আজমকে অন্যতম সেরা ব্যাটার ধরা হয়। কিন্তু চলতি বিশ্বকাপে তিনি দলকে কাঙ্খিত জয় এনে দিতে পারছেন না। যে কারণে, তাঁকে নিয়ে কম সমালোচনা হচ্ছে না। বর্তমানে পাক ক্রিকেট টিম কলকাতায় রয়েছে। ৩১ অক্টোবর ইডেন গার্ডেন্সে পাকিস্তানের ম্য়াচ রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচে খেলবেন বাবর-শাদাবরা।