Gautam Gambhir: ‘ভারত-বিরোধী স্লোগান তুললে চুপ থাকব না’, ভাইরাল ভিডিয়ো নিয়ে ব্যাখ্যা গম্ভীরের
গৌতমের কাছে তাঁর মধ্যমা দেখানো ভাইরাল ভিডিয়োটির ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'প্রথম কথা হল, সোশ্যাল মিডিয়ায় যা দেখা যায় তাতে কোনও সত্যতা নেই।'
পাল্লেকেলে: যা রটে তা কিছু হলেও ঘটে… এ কথা অনেকেই মানেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার গৌতম গম্ভীরের (Gautam Gambhir) এক ভিডিয়ো ভাইরাল। তাতে দেখা যায়, ক্যান্ডিতে এশিয়া কাপের (Asia Cup) মাঝে তিনি কোহলি… কোহলি… ধ্বনি শুনে মধ্যমা দেখিয়েছেন। গৌতমের বিতর্কে জড়ানো কোনও নতুন ঘটনা নয়। তবে সম্প্রতি তাঁর মধ্যমা প্রদর্শনের যে ভিডিয়ো ভাইরাল, তার কারণ অবশ্য কোহলি… কোহলি… ধ্বনি নয়, বলে ব্যাখ্যা করেছেন গৌতম। সংবাদ সংস্থা এএনআইয়ের এক ভিডিয়োতে গৌতম জানিয়েছেন, পাকিস্তানের ২-৩ সমর্থক ভারত-বিরোধী স্লোগান দেওযার কারণে তিনি ওইরূপ আচরণ করেছেন। আর কী কী বললেন গৌতি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
গৌতমের কাছে তাঁর মধ্যমা দেখানো ভাইরাল ভিডিয়োটির ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘প্রথম কথা হল, সোশ্যাল মিডিয়ায় যা দেখা যায় তাতে কোনও সত্যতা নেই। কারণ সোশ্যাল মিডিয়ায় মানুষ নিজের ইচ্ছেমতো জিনিস, যা তারা দেখাতে চায় সেটাই তুলে ধরে। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তার আসল সত্যতা হল – যদি কেউ ভারত-বিরোধী স্লোগান তোলে, যদি বলা হয় হিন্দুস্থান মুর্দাবাদ তা হলে প্রতিক্রিয়া তো দিতেই হবে। এসব শুনে হেসে তো কেউ চলে যেতে পারে না।’
গম্ভীরের মতে, তাঁর সামনে কয়েকজন পাকিস্তানি সমর্থক ভারত-বিরোধী স্লোগান তুলছিল। তাঁর কথায়, ‘ওখানে ২-৩ জন পাকিস্তানি সমর্থক ছিল। যারা হিন্দুস্থান মুর্দাবাদ বলছিল, কাশ্মীরের ব্যাপারে বলছিল। ওই মুহূর্তে প্রতিক্রিয়া দিয়ে ফেলেছি। আমি দেশকে নিয়ে এ সব কথা শুনতে পারি না। এই জন্যই আমার ওই রিঅ্যাকশন ছিল। দেশের ব্যাপারে খারাপ কেউ কিছু বলবে, আর আমি চুপ করে চলে যাব। তা তো আর হতে পারে না। আমি সেই রকম ব্যক্তিও নই।’
#WATCH | Kandy, Sri Lanka | On his recent viral video during Asia Cup 2023, former cricketer and BJP MP Gautam Gambhir says, “What is shown on social media has no truth in it because people show whatever they want to show. The truth about the video that went viral is that if you… pic.twitter.com/RX4MJVhmyd
— ANI (@ANI) September 4, 2023
ম্যাচ দেখতে এসে রাজনৈতিক তরজার কোনও মানে হয় না মনে করেন গম্ভীর। তিনি বলেন, ‘ম্যাচ দেখতে এসে দলকে সমর্থন করুন। সেখানে রাজনৈতিক কিছু করার প্রয়োজন নেই। নিজের দেশকে সমর্থক করো। ভারতকে নিয়ে কিছু খারাপ বলো না। যখন ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা খেলবে, তাতে আমি সমর্থকদের জন্য বলতে চাই কোনও ব্যাক্তিকে তাঁদের দেশ নিয়ে কিছু বলবেন না।’
গৌতম যে বলেছেন সোশ্যাল মিডিয়ায় সবকিছু সঠিক দেখানো হয় না। একথা অনেকেই বিশ্বাস করেন। তাই গৌতম গম্ভীরের ভাইরাল হওয়া ভিডিয়োটির মধ্যে কতটা সত্যতা রয়েছে, তা বলা কঠিন।