Pat Cummins, IPL 2022 Auction: প্যাট কামিন্সকে রইলেন কলকাতা নাইট রাইডার্সেই

Pat Cummins Auction Price : আইপিএল ২০২২ নিলামে (IPL 2022 Auction) প্যাট কামিন্সকে (Pat Cummins)  ৭.২৫ কোটি টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স ।

Pat Cummins, IPL 2022 Auction: প্যাট কামিন্সকে রইলেন কলকাতা নাইট রাইডার্সেই
প্যাট কামিন্স (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2022 | 8:37 PM

বেঙ্গালুরু: গত বার যিনি ভরসা ছিলেন টিমের, আইপিএলের নিলামের (IPL 2022 Auction) শুরুতে সেই প্যাট কামিন্সকে (Pat Cummins) তুলে নিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata knight Riders)। অস্ট্রেলিয়ার টেস্ট ক্যাপ্টেনের জন্য ৭ কোটি ২৫ লক্ষ টাকা খরচ হল কেকেআরের। বোলার কামিন্স যেমন ভরসার একটা দিক, ব্যাট হাতেও তিনি টি-টোয়েন্টি ম্যাচে অনেক সময় ক্যারিশমা দেখান। সেই কারণেই কামিন্সকে নিতে চেয়েছিল লখনউ সুপার জায়েন্টও তাঁকে পেতে মরিয়া ছিল। গুজরাত টাইটান্সের টার্গেট ছিলেন তিনি। কিন্তু কলকাতার ভক্তদের জন্য ভালো খবর, শেষ পর্যন্ত কেকেআরেই থাকলেন অজি ক্রিকেটার। আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী, সুনীল নারিনদের আগেই রিটেইন করেছে টিম ম্যানেজমেন্ট। দেখার ছিল যে, নিলামে কাদের টার্গেট করে কেকেআর। বোলিং নিয়ে কখনওই আপোস করে না নাইটরা। আইপিএল জেতার মূলমন্ত্র যে বোলিং, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এ বারও সেই পরিকল্পনা মতো আইপিএলের অন্যতম সেরা বোলারকে তুলে নিল কেকেআর। গত বছর আইপিএলে ৭ ম্যাচ ৯ উইকেট ছিল কামিন্সের। সেরা ৩-২৪।

দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অতীতে খেলেছেন কামিন্স। ২০২০ সালে ১৫.৫০ কোটি টাকায় কামিন্সকে নিয়েছিল কেকেআর। সে দিক থেকে দেখলে এ বারের নিলামে অর্ধেক টাকায় তাঁকে পাওয়া গেল। তবে, গত বারের সঙ্গে এ বারের নিলামকে মেলানো যাবে না। পার্সে নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়েই বসতে হয়েছে সবাইকে। চারজন ক্রিকেটারকে রিটেইন করায় তাদের পার্সে বিরাট অঙ্ক ছিল না। তাই কেকেআর ব্যাটিং ও বোলিংয়ের ক্ষেত্রে এমন কিছু ক্রিকেটার রাখতে চেয়েছিল, যাঁরা টিমকে নেতৃত্ব দিতে পারেন। কামিন্স তেমনই এক বোলার। দারুণ ঝলমলে টি-টোয়েন্টি কেরিয়ার তাঁর। অজি ১১০ ম্যাচ খেলে নিয়েছেন ১২৩ উইকেট। সেরা ৪-১৬।

২০১৪ সালে প্রথম বার আইপিএল খেলেছিলেন কামিন্স। তাঁর অভিষেক হয়েছিল বেগুনি জার্সিতেই। কিন্তু সে বার তাঁকে মাত্র ১টা ম্যাচে পেয়েছিল টিম। পরের মরসুমেও কলকাতায় ছিলেন। কিন্তু ৩ ম্যাচের বেশি খেলেননি। সে দিক থেকে দেখতে গেলে কলকাতার হয়েই সবচেয়ে বেশি খেলেছেন আইপিএলে। গতবার প্রথম দিকে সে ভাবে খেলতে না পারলেও ধীরে ধীরে নিজেদের মেলে ধরেছিলেন। ফাইনালেও উঠেছিলেন। কিন্তু চেন্নাইয়ের কাছে হেরে যান। কামিন্স এ বার ভীষণ ভাবে চাইছেন কলকাতাকে আইপিএল চ্যাম্পিয়ন করাতে।

আইপিএল নিলামের লাইভ (IPL AUCTION LIVE) আপডেট দেখতে নজর রাখুন টিভি নাইন বাংলা ডিজিটালে।

আরও পড়ুন: Shikhar Dhawan, IPL 2022 Auction: শিখর ধাওয়ানকে ৮.২৫ কোটি টাকায় কিনল পঞ্জাব কিংস