AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shikhar Dhawan, IPL 2022 Auction: পঞ্জাব কিংস নিল শিখর ধাওয়ানকে

Shikhar Dhawan Auction Price : ৮ কোটি ২৫ লক্ষ  টাকায় কিনল পঞ্জাব কিংস। আইপিএলে সব মিলিয়ে ১৯২ ম্যাচ খেলে ৫৭৮৪ রান করেছেন শিখর। সর্বোচ্চ ১০৮ নট আউট। এমন যাঁর ট্র্যাক রেকর্ড তাঁকে পেতে যে কোনও টিমই যে ঝাঁপাবে, তা নিয়ে কোনও সন্দেহ ছিল না। তাই কার্যত হল।

Shikhar Dhawan, IPL 2022 Auction: পঞ্জাব কিংস নিল শিখর ধাওয়ানকে
শিখর ধাওয়ান (ছবি-টুইটার)
| Edited By: | Updated on: Feb 12, 2022 | 8:38 PM
Share

বেঙ্গালুরু: ভারতের হয়ে যেমন করেন, দিল্লি ক্যাপিটালসের হয়েও ওপেনই করতে দেখা যেত তাঁকে। আইপিএলের মেগা নিলামেও (IPL 2022 Auction) ‘ওপেনার’ হিসেবেই দেখা গেল শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan)। আইপিএল ১৫-র নিলামে সব টিমই যে মার্কিদের দিকে চোখ রাখবেন, সেটা জানাই ছিল। সেই মতো শুরুতেই তুমুল লড়াই করে শিখরকে তুলে নিল প্রীতি জিন্টার টিম পঞ্জাব কিংস (Punjab Kings)। দুরন্ত আইপিএল কেরিয়ার, ওপেনার হিসেবে অসম্ভব সফল, শুধু তাই নয়, য়েই নেতা হোন না কেন, তরুণ প্রজন্মকে মোটিভেট করতে পারেন। শিখরকে নিতে তাই কোনও ভুল করেনি পঞ্জাব। লোকেশ রাহুলকে ছাড়ার পর এমন কাউকে নিতে চেয়েছিল অনিল কুম্বলের টিম, যিনি মায়াঙ্ক আগরওয়ালের জুড়িদার হতে পারবেন। আগামী আইপিএলে শিখর-মায়াঙ্ক জুটি হিট করে যাবে, এমন আশা করছেন প্রীতির টিমের ভক্তরা।

আইপিএলে সব মিলিয়ে ১৯২ ম্যাচ খেলে ৫৭৮৪ রান করেছেন শিখর। সর্বোচ্চ ১০৮ নট আউট। এমন যাঁর ট্র্যাক রেকর্ড তাঁকে পেতে যে কোনও টিমই যে ঝাঁপাবে, তা নিয়ে কোনও সন্দেহ ছিল না। তাই কার্যত হল। দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালসের সঙ্গে তুমুল লড়াই করে শিখরকে পেল ৮.২৫ কোটি টাকায় পেল পঞ্জাব। নিলামের শুরুতেই কার্যত ছয় মারল প্রীতির টিম।

শিখরকে নেওয়ার জন্য শুরুতে লড়াইটা ছিল দিল্লি ও রাজস্থানের। এই দড়ি টানাটানির মধ্যে ঢুকে পড়ে পঞ্জাবও। প্রীতির টিমের একটাই লক্ষ্য ছিল, এমন কাউকে পাওয়া, যাঁকে ক্যাপ্টেন হিসেবে প্রোজেক্ট করা যাবে। রাহুল টিম ছেড়ে যাওয়ার পর নতুন নেতা খোঁজাটাই ছিল প্রথম কাজ। মায়াঙ্ককে রাখা হলেও নেতা হিসেবে টিম ম্যানেজমেন্টের খুব একটা আস্থা তিনি অর্জন করেত পারেননি। তাই শিখরের মধ্যে ধারাবাহিক ওপেনার পাওয়ার পাশাপাশি ক্যাপ্টেনও পেয়ে গেল তারা।

পঞ্জাব তাঁকে কেনার পরই টুইটারে শিখর লিখেছেন, ‘হ্যালো পঞ্জাব কিংস।’ তাঁর টুইটার বার্তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। পঞ্জাবের ভক্তরা স্বাগত জানিয়েছেন ভারতীয় টিমের ওপেনারকে। প্রতি বারই দারুণ শুরু করলেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারে না পঞ্জাব। কিন্তু আইপিএল ১৫-তে ভাগ্য বদলাতে চাইছে পঞ্জাব। সেই কারণেই নিলামের শুরুতেই চমক দেখাল প্রীতি জিন্টার টিম।

আইপিএল নিলামের লাইভ (IPL AUCTION LIVE) আপডেট দেখতে নজর রাখুন টিভি নাইন বাংলা ডিজিটালে।

আরও পড়ুন: David Warner, IPL 2022 Auction: ৬.২৫ কোটি টাকায় দিল্লি কিনল ওয়ার্নারকে