Asia Cup 2023: পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা পিসিবির, দলে চ্যাম্পিয়ন অধিনায়ক
Pakistan Asia Cup Squad: পিসিবির (PCB) পক্ষ থেকে আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2023) জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করা হল।
নয়াদিল্লি: সদ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) প্রধান নির্বাচক হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন পাক তারকা ক্রিকেটার ইনজামাম উল হক। একদিন পরই নিজের দায়িত্ব পালন করা শুরু করে দিলেন ইনজি। আজ, ৯ অগস্ট পাকিস্তান (Pakistan) ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2023) জন্য স্কোয়াড ঘোষণা করা হল। এবং একইসঙ্গে এশিয়া কাপের আগে আফগানিস্তানের বিরুদ্ধে যে ওডিআই সিরিজ খেলবেন বাবর আজমরা, তার জন্যও দল ঘোষণা করেছে পিসিবি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এশিয়া কাপের আগে আফগানিস্তানের বিরুদ্ধে ২২ থেকে ২৬ অগস্ট মোট ৩টি ওডিআই ম্যাচ খেলবে পাকিস্তান। ওই সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ ও এশিয়া কাপের জন্য পাকিস্তান বোর্ড যে টিম ঘোষণা করেছে তাতে বিরাট মিল রয়েছে। রশিদ খানদের বিরুদ্ধে যাঁরা খেলবেন, তাঁদেরকেই এশিয়া কাপের জন্য দলে বেছে নিয়এছে পিসিবি। শুধু মাত্র এশিয়া কাপে পাকিস্তানের স্কোয়াড থেকে পাক ক্রিকেট বোর্ড একজন ক্রিকেটারকে বাদ দিয়েছে।
পিসিবির ঘোষণা করা স্কোয়াডে কামব্যাক হয়েছে পাক তারকা অলরাউন্ডার ফাহিম আশরাফের। তিনি ২ বছর আগে পাক দলের হয়ে শেষ ম্যাচে খেলেছিলেন। বাবর আজমের নেতৃত্বাধীন পাক টিমে প্রথম ডাক পেয়েছেন তায়াব তাহির। ঘরোয়া ক্রিকেটে নজর কাড়া পারফরম্যান্সের জন্য জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। আর এই টিমে চমক হল এমার্জিং এশিয়া কাপে পাকিস্তান টিমকে নেতৃত্ব দেওয়া মহম্মদ হ্যারিস। তাঁর ক্যাপ্টেন্সিতে জুলাই মাসে কলম্বোতে ভারতের বিরুদ্ধে এমার্জিং এশিয়া কাপের ফাইনালে ১২৮ রানের বিরাট ব্যবধানে জিতেছিল পাকিস্তান।
এশিয়া কাপের জন্য পাকিস্তানের স্কোয়াড – আবদুল্লা শফিক, ফখর জমান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), সলমন আলি আঘা, ইফতিকার আহমেদ, তায়েব তাহির, সাউদ শাকিল (শুধু আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজে), মহম্মদ রিজওয়ান, মহম্মদ হ্যারিস, শাদাব খান (সহঅধিনায়ক), মহম্মদ নওয়াজ, উসমা মীর, ফাহিম আশরফ, হ্যারিস রউফ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ ও শাহিন আফ্রিদি।
? Our squad for the Afghanistan series and Asia Cup ?
Read more: https://t.co/XtjcVAmDV7#AFGvPAK | #AsiaCup2023 pic.twitter.com/glpVWF6oWW
— Pakistan Cricket (@TheRealPCB) August 9, 2023