নিউ ইয়র্কে যেন হার্দিকের নিউ ভার্সন! গত কয়েকটা মাস প্রবল অস্বস্তিতে কেটেছে হার্দিক পান্ডিয়ার। গত ওয়ান ডে বিশ্বকাপ। ভারতের মাটিতে প্রতিযোগিতার। ভারতীয় দলের চতুর্থ ম্যাচ ছিল বাংলাদেশের বিরুদ্ধে। ফলো থ্রু তে পা দিয়ে বল আটকানোর চেষ্টায় চোট পান হার্দিক পান্ডিয়া। এরপর থেকে টানা মাঠের বাইরে। মুম্বইয়ের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলা, আইপিএলে প্রত্যাবর্তন। সেটাও সুখের ছিল না। শেষ মুহূর্তে ট্রেডিংয়ে গুজরাট টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন। রোহিত শর্মাকে সরিয়ে ক্যাপ্টেন করা হয় হার্দিককে। যা নিয়ে প্রবল ক্ষুব্ধ ছিলেন মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরা। রোহিতের প্রতি তাঁর আচরণও প্রশ্ন তুলেছিল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যে মাঠেই খেলতে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, এমনকি হোম ম্যাচেও সমর্থকদের বিদ্রুপের শিকার হয়েছেন। তার উপর পারফরম্যান্সও ভালো হচ্ছিল না। ঘরে বাইরে প্রবল অস্বস্তিতে পড়েছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম মুম্বই ম্যাচে সমর্থকদের নিয়ে অসন্তুষ্ট হন খোদ বিরাট কোহলিও। হার্দিক পান্ডিয়াকে বিদ্রুপ করতেই বিরাট গ্যালারির দিকে ইশারা করেন, আরে ও তো আমাদেরই প্লেয়ার, ওকে কেন বিদ্রুপ করছ। দেশের হয়ে খেলার সময় পরিস্থিতিটা পাল্টে যাবে, এই প্রত্যাশাই ছিল।
নিউ ইয়র্কে যেন নতুন হার্দিককে পাওয়া গিয়েছে। দেশের জার্সিতে প্রত্যাবর্তনে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ থেকেই দুর্দান্ত পারফরম্যান্স। পাকিস্তানের বিরুদ্ধেও অনবদ্য পারফর্ম করেছেন বল হাতে। হার্দিকের প্রতি সমর্থকদের বিদ্রুপ বদলে গিয়েছে বাহবায়। হার্দিক পান্ডিয়ার এই সফরে দারুণ খুশি ভারতের প্রাক্তন ক্রিকেটার। দেশের জন্য ম্যাচ জেতার পাশাপাশি সমর্থকদের মন জয়, হার্দিকের এই ব্য়াপক প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত আকাশ চোপড়া।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলছেন, ‘মানুষ ওকে অনেক বিদ্রুপ করেছে। এখন সব অন্যরকম। এ ভাবেই জীবন বদলে যায়। সমর্থকরা হার্দিক…হার্দিক…ধ্বনি দিচ্ছে। ওকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে। ক্রিকেট যদি কিছু কেড়ে নেয়, সেটা ফিরিয়েও দেয়। যারা একটা সময় ওকে গালাগাল করছিল, এখন তারাই ওর সাফল্যের প্রার্থনা করছে।’ পাশাপাশি ভারতীয় দলের অফুরন্ত সমর্থন নিয়েও উচ্ছ্বসিত আকাশ। বলছেন, ‘আমরা খুব ভাগ্যবান। ১৪০ কোটি ভারতবাসী তো আছেই, বাকি যাঁরা ক্রিকেট ভালোবাসে, হয়তো আমাদের চেনে না, তবুও সমর্থন করে।’