MS Dhoni, CSK: ম্যাচের মাঝে রেগে আগুন ক্যাপ্টেন কুল ধোনি! হঠাৎ এমন কী হল?
IPL 2025, RCB vs CSK: তবে সকলের মনে একটা প্রশ্ন বারংবারই জাগে যে ,মাহি কি কখনও রাগেন না? সব সময় এত ঠান্ডা থাকেনই বা কী করে! নাকি মাহিও রাগ করেণ! খুব কম হলেও ক্রিকেট মাঠে মাহির রাগ কিন্তু বেশ কয়েক বার চোখে পড়েছে। যেমনটা হল আরসিবি ম্যাচে।

কলকাতা: চেন্নাই সুপার কিংসের হলটা কী? আর কবে জিতবেন ধোনিরা! এই প্রশ্নগুলো হয়তো সিএসকের প্রতিটা সমর্থকের মনে ঘুরছে। এই মরসুমে চূড়ান্ত হতাশ করেছে সিএসকের গোটা দল। পাঁচবারের চ্যাম্পিয়ানরা প্লে-অফের দৌড় থেকে প্রথম দল হিসেবে ছিটকে গিয়েছিল। একের পর এক ম্যাচ হেরেই চলেছেন ধোনিরা। মাঝ মরসুমে দলের অধিনায়ক বদল হলেও খেলায় সেই প্রভাব বিন্দুমাত্র পড়েনি।
মহেন্দ্র সিং ধোনি। যাঁকে গোটা ক্রিকেট বিশ্ব চেনে তাঁর ঠান্ডা মেজাজের জন্য। তাঁকে সবাই ডাকেন ক্যাপ্টেন কুল হিসেবে। ম্যাচের যে কোনও গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁর মাথা ঠান্ডা রাখার যে ক্ষমতা তা সকলের কাছেই এক অনুপ্রেরণা। তবে সকলের মনে একটা প্রশ্ন বারংবারই জাগে যে ,মাহি কি কখনও রাগেন না? সব সময় এত ঠান্ডা থাকেনই বা কী করে! নাকি মাহিও রাগ করেণ! খুব কম হলেও ক্রিকেট মাঠে মাহির রাগ কিন্তু বেশ কয়েক বার চোখে পড়েছে। যেমনটা হল আরসিবি ম্যাচে।
ঋতুরাজ গায়কোয়াড় চোটের কারণে এই আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। তারপরই অধিনায়কের দায়িত্বে ফিরেছিলেন ধোনি। বেশ কিছু নতুন প্লেয়ারকে সুযোগ দিয়েছেন। হতাশ করছেন তুলনামূলক সিনিয়ররা। শনিবার নিজেদের এই মরসুমের নবম হার চেন্নাইয়ের। আরসিবির কাছে মাত্র ২রানে হার। ম্যাচে আরসিবি ইনিংসের ১১তম ওভারে বল করতে আসেন সিএসকের পেসার খলিল আহামেদ। সেই ওভারের এক মুহূর্তে মাহিকে রেগে যেতে দেখা যায় খলিলের উপর। এক ভিডিয়োতে দেখা যাচ্ছে খলিলের উপর বিরক্তি প্রকাশ করতে ধোনিকে। মাহি এই ভারতীয় পেসারকে বলেন, “খলিল তুমি এখানে কখনও কাউকে ফিল্ডিং করতে দেখেছো?”
এই ম্যাচে খলিলের বোলিং পারফরম্যান্স খুবই খারাপ। পাওয়ার প্লে-র দু-ওভারে ৩২ রান দিয়েছিলেন। ১৯তম ওভারে বোলিং করতে এসে আরসিবির ব্যাটার রোমারিও শেপার্ডের তাণ্ডবের সামনে পড়েন। সেই ওভারে ৩৩ রান ওঠে। এটি আইপিএল ইতিহাসে সিএসকে বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে ওভার।
