Prithvi Shaw: মুম্বই ছাড়লেন পৃথ্বী শ, ঘরোয়া ক্রিকেটে অন্য দলে লক্ষ্য প্রত্যাবর্তন
Indian Cricket News: সুযোগ মিলছে না। সদ্য মুম্বই টি-টোয়েন্টি লিগে খেলেছেন। এর মধ্যে দুটো বিধ্বংসী ইনিংসও রয়েছে। তবে আগামী মরসুমে ঘরোয়া ক্রিকেটে মুম্বইতে সুযোগ মিলবেই, নিশ্চয়তা নেই। তাই দল বদল করলেন পৃথ্বী শ।

অনুরোধ করেছিলেন। মেনে নেওয়া হল। ঘরোয়া ক্রিকেটে মুম্বই দলে ব্রাত্য। গত বছর সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে শেষ বার মুম্বইয়ের হয়ে খেলেছিলেন। রঞ্জি ট্রফি স্কোয়াডে আর জায়গা হয়নি। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরেই হারিয়ে গিয়েছেন। ঘুরে দাঁড়ানোর লড়াইটা শুরু হয়েছে অনেক আগেই। যদিও সুযোগ মিলছে না। সদ্য মুম্বই টি-টোয়েন্টি লিগে খেলেছেন। এর মধ্যে দুটো বিধ্বংসী ইনিংসও রয়েছে। তবে আগামী মরসুমে ঘরোয়া ক্রিকেটে মুম্বইতে সুযোগ মিলবেই, নিশ্চয়তা নেই। তাই দল বদল করলেন পৃথ্বী শ। আগামী মরসুমে তাঁকে মহারাষ্ট্রের হয়ে খেলতে দেখা যাবে।
নিজের ভুলেই যে ক্রিকেট থেকে হারিয়ে গিয়েছিলেন, কয়েকদিন আগেই তা একটি সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছেন পৃথ্বী। ক্রিকেটের বাইরের নানা প্রলোভনে কেরিয়ার নষ্ট হতে চলেছিল। ফিটনেস নিয়ে নতুন করে কাজ করা শুরু করেন। ফিটনেসে যে অনেকটা উন্নতি করেছেন, তার ঝলক মিলেছে মুম্বই টি-টোয়েন্টি লিগে। টিম হিসেবে গ্রুপ পর্বে ছিটকে গেলেও পৃথ্বীর দুটো ইনিংস প্রশংসনীয় ছিল।
আগামী মরসুমে অন্য দলে খেলার জন্য নো অবজেকশন সার্টিফিকেট চেয়েছিলেন পৃথ্বী শ। মুম্বই ক্রিকেট সংস্থা তা দিয়েছে। মহারাষ্ট্রে যোগ দিচ্ছেন পৃথ্বী। মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্বাগত জানানো হয়েছে পৃথ্বী শ-কে। নতুন দলে যোগ দিয়ে পৃথ্বী এক বিবৃতিতে বলেন, ‘কেরিয়ারের এই মুহূর্তে আমার মনে হয়েছিল মহারাষ্ট্র টিমে যোগ দিলে উন্নতি হতে পারে। মুম্বই ক্রিকেট সংস্থা আমাকে এতদিন যেভাবে সুযোগ দিয়েছে, সমর্থন করেছে এর জন্য আমি কৃতজ্ঞ।’
We are delighted to welcome Prithvi Shaw, India international cricketer and U-19 World Cup-winning captain, to the Maharashtra Cricket Association. His experience and energy will be a valuable addition to our vision for excellence. @PrithviShaw | @RRPSpeaks | #TeamMaha pic.twitter.com/sRhmAXvKdW
— Maharashtra Cricket Association (@MahaCricket) July 7, 2025
