India vs New Zealand: কোচ রাহুলের অভিজ্ঞতাই টিমকে সমৃদ্ধ করবে, বলছেন পূজারা

নিউজিল্যান্ড পেসারদের বিরুদ্ধে স্ট্র্যাটেজি তৈরি শুরু করে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পূজারার মন্তব্য, 'নিল ওয়াগনারের মতো বোলারের বিরুদ্ধে এর আগেও খেলেছি। ভারতের পিচে কিউয়ি পেসাররা কেমন বল করবে, সেটা খুব ভালো করে জানি। ওদের কী ভাবে সামলাতে হবে, তা আমরা ঠিক করেই মাঠে নামব।'

India vs New Zealand: কোচ রাহুলের অভিজ্ঞতাই টিমকে সমৃদ্ধ করবে, বলছেন পূজারা
পূজারা ও দ্রাবিড়। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2021 | 4:37 PM

কানপুর: নিজের কেরিয়ারে টেস্ট ক্রিকেটে এক সময় অন্যতম সেরা ব্যাটার ছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বিশ্ব ক্রিকেটে যে কারণে তাঁকে দ্য ওয়াল বলা হত। সেই তিনিই এখন ভারতীয় টিমের কোচ। তাঁর অভিজ্ঞতাই অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারাদের সমৃদ্ধ করবে। ২৫ তারিখ থেকে কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। তার আগে রাহুলকে নিয়ে এমনই বলছেন পূজারা (Cheteswar Pujara)।

টি-টোয়েন্টি সিরিজে কিউয়িদের হোয়াইটওয়াশ করেছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। দুই টেস্টের সিরিজেও তাই চাইছে ভারত। আর তাই শুরু থেকেই দুরন্ত ক্রিকেটই খেলতে চাইছে রাহুলের টিম। পূজারা বলছেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর আমরা অত্যন্ত হতাশ হয়েছিলাম। কিন্তু ইংল্যান্ড সফরে আমরা দুরন্ত ভাবে ফিরেও এসেছি। চমৎকার ক্রিকেট খেলেছি। মাঝে কিছু সময় গিয়েছে। আবার আমরা এক হয়ে মাঠে নামতে চলেছে। আত্মবিশ্বাস নিয়েই খেলব। নতুন কোচ হিসেবে রাহুলভাইকে পেয়েছি।’

ভারতের হয়ে ১৬৪টা টেস্ট খেলেছেন দ্রাবিড়। তাঁর দীর্ঘ অভিজ্ঞতাই টিমকে পাল্টে দেবে, ধারণা পূজারার। তাঁর কথায়, ‘রাহুলভাইয়ের অভিজ্ঞতা সবাইকে সাহায্য করবে। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের কাছে ওঁর উপস্থিতি নিশ্চিত ভাবেই গুরুত্বপূর্ণ। এই টিমের অনেকেই রাহুলভাইয়ের সঙ্গে অনূর্ধ্ব ১৯ ও ভারতীয় এ টিমের হয়ে কাজ করেছে। এমনকি, আমাদের মতো সিনিয়ররাও, যাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে, তারাও নানা ভাবে উপকৃত হবে। আমি রাহুলভাইয়ের সঙ্গে খেলেছি। ভারতীয় এ টিমের হয়ে খেলার সময় ওঁকে কোচ হিসেবেও পেয়েছি। যে পরিমাণ ক্রিকেট উনি খেলেছেন, সেটা টিমের সবার কাজে লাগবে।’

নিউজিল্যান্ড পেসারদের বিরুদ্ধে স্ট্র্যাটেজি তৈরি শুরু করে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পূজারার মন্তব্য, ‘নিল ওয়াগনারের মতো বোলারের বিরুদ্ধে এর আগেও খেলেছি। ভারতের পিচে কিউয়ি পেসাররা কেমন বল করবে, সেটা খুব ভালো করে জানি। ওদের কী ভাবে সামলাতে হবে, তা আমরা ঠিক করেই মাঠে নামব।’

দীর্ঘদিন পূজারার ব্যাটে বড় রান নেই। অনেক দিন টেস্টে সেঞ্চুরি পাননি তিনি। যা নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি। পূজারা বলছেন, ‘৮০-৯০ রান করেছি। কিন্তু সেঞ্চুরি পাইনি। তবে তা নিয়ে আমি চিন্তিত নই। আমার কাজ হল যতটা বেশি সময় ক্রিজে কাটানো। টিমকে ভালো জায়গায় পৌঁছে দেওয়া। এটাই একমাত্র ফোকাস।’

আরও পড়ুন: India vs New Zealand: অনুশীলনে ফিরেই খোশমেজাজে কোহলি