Shreyas Iyer: ‘চ্যাম্পিয়ন’ ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে এনে ভাগ্য ফেরানোর চেষ্টার প্রীতির পঞ্জাব
IPL 2025, PBKS: ১৮তম আইপিএল শ্রেয়সের জন্য একটা পরীক্ষা নিয়ে আসছে। একদিন আগেই বোর্ডের পক্ষ ভারতের মহিলা ক্রিকেটারদের বার্ষিক কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। খুব দ্রুতই ভারতের পুরুষ ক্রিকেটারদের বার্ষিক কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ হতে পারে। সেখানে শ্রেয়সের কামব্যাকের প্রবল সম্ভবনা রয়েছে।

কলকাতা: রোহিত-বিরাটের পরের প্রজন্মের কথা উঠলে শ্রেয়স আইয়ারের নাম আসতে বাধ্য। এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার। ছেলেবেলা থেকে ক্রিকেট তাঁকে টানেনি। ১৮ বছর বয়সে প্রবীণ আমরের নজরে পড়েন। সেই শুরু, আর ফিরে তাকাতে হয়নি। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। যদি জাতীয় দল থেকে ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে ফেরা যায়, তা হলে দেখা যাবে শ্রেয়সের রেকর্ড। গত মরসুমে কেকেআরকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন। চলতি আইপিএলে (IPL) তাঁর ঠিকানা আর নাইট শিবির নয়। প্রীতির পঞ্জাব কিংস (Shreyas Iyer) নেতৃত্বের ব্যাটন শ্রেয়সের হাতে। চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে ২৬.৭৫ কোটি টাকায় অন্যান্য দলগুলোর থেকে ছিনিয়ে নেয় পঞ্জাব। শাহরুখের মুখে গত মরসুমে হাসি ফোটাতে পেরেছিলেন শ্রেয়স। প্রীতির জন্যও সেটাই কি পারবেন?
পঞ্জাব কিংস একবারও আইপিএল ট্রফি জেতেনি। যার ফলে কেকেআর যখন আইপিএলের আগে শ্রেয়সকে রিটেন করেনি, সেই সময় থেকেই পঞ্জাব এক ভালো ক্যাপ্টেনের খোঁজে ছিল। তাই জেড্ডায় শ্রেয়সকে পেয়ে ঝাঁপিয়ে পড়ে পঞ্জাব। নিলামে অবশ্য বিড করেছিল কেকেআরও। কিন্তু পঞ্জাব ও দিল্লির সঙ্গে দরে পেরে উঠতে পারেনি কলকাতা। সরে দাঁড়ায়। টিমকে চ্যাম্পিয়ন বানানো ক্যাপ্টেনকে না পেয়ে আলাদা অধিনায়ক বাছতে হয় কলকাতাকে।
শ্রেয়স পঞ্জাব শিবিরে যোগ দেওয়ার পর সতীর্থরা আশাবাদী ট্রফি নিয়ে। পঞ্জাবে এসে শ্রেয়সের এক দিল্লি টান কাটেনি। অতীতে দিল্লি ক্যাপিটালসে রিকি পন্টিংয়ের কোচিংয়ে খেলেছেন শ্রেয়স। পঞ্জাবের বর্তমান কোচ অজি তারকা পন্টিং। ফের শ্রেয়সের সঙ্গে আইপিএলে জুটি বাঁধতে চলেছেন রিকি এবং শ্রেয়স। এই জুটিতে সোনালি ট্রফি পঞ্জাবে আসে কিনা সেটাই দেখার।
এই খবরটিও পড়ুন




১৮তম আইপিএল শ্রেয়সের জন্য একটা পরীক্ষা নিয়ে আসছে। একদিন আগেই বোর্ডের পক্ষ ভারতের মহিলা ক্রিকেটারদের বার্ষিক কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। খুব দ্রুতই ভারতের পুরুষ ক্রিকেটারদের বার্ষিক কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ হতে পারে। সেখানে শ্রেয়সের কামব্যাকের প্রবল সম্ভবনা রয়েছে। কয়েকদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। আইপিএলে যদি নজর কাড়তে পারেন, তা হলে বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে ফেরার পাশাপাশি গ্রেডে উন্নতি হতে পারে। সুযোগ রয়েছে। মঞ্চ প্রস্তুত। অপেক্ষা শুধু শ্রেয়সের পঞ্জাবের হয়ে ‘ম্যায় হুঁ না’ বলে ট্রফি জয়ের।
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।





