Quinton de Kock, IPL 2022 Auction: ডি’কককে নিল লখনউ সুপারজায়ান্টস

Quinton de Kock Auction Price : আইপিএল ২০২২ নিলামে (IPL 2022 Auction) কুইন্টন ডি'কককে (Quinton De Kock) ৬.৭৫ কোটি টাকায় কিনল লখনউ সুপারজায়ান্টস (Lucknow Super Giants)। ডিককের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। ২০১৯ সালে ২.৮০ কোটি টাকায় ডি'কককে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।

Quinton de Kock, IPL 2022 Auction: ডি'কককে নিল লখনউ সুপারজায়ান্টস
কুইন্টন ডি'কক (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2022 | 8:33 PM

বেঙ্গালুরু: আইপিএল ২০২২ নিলামে (IPL 2022 Auction) কুইন্টন ডি’কককে (Quinton De Kock) ৬.৭৫ কোটি টাকায় কিনল লখনউ সুপারজায়ান্টস (Lucknow Super Giants)। দক্ষিণ আফ্রিকার উইকেটকিপারকে দলে নিতে প্রথম থেকেই আসরে নামে লখনউ। জোরদার লড়াই চলে চেন্নাই সুপার কিংসের সঙ্গে। তবে শেষ হাসি হাসল সঞ্জীব গোয়েঙ্কার দল। আইপিএল নিলামের টেবিলে ছিলেন লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। ছিলেন টিমের মেন্টর গৌতম গম্ভীরও। এ বারই আইপিএলে প্রথম বার খেলবে লখনউ সুপারজায়ান্টস। প্রোটিয়া উইকেটকিপারকে দলে নিয়ে বাকিদের টেক্কা দিল সঞ্জীব গোয়েঙ্কার দল। আইপিএলে বেশ ভালোই পারফরম্যান্স রয়েছে ডি’ককের। সম্প্রতি ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজেও ভালো রান করেন দঃ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক। ডি’কককে দলে নেওয়ায় লখনউ যেমন একজন ভালো উইকেটকিপার পেল, তেমনই ওপেনিংয়েও একজন নির্ভরযোগ্য ব্যাটারকেও পেল।

আইপিএলে জেতার সহজ মন্ত্র হল, শুরুতেই ঝড় বইয়ে দেওয়া। বিপক্ষ শিবিরকে টেনশনে ফেলে দেওয়া যায়। যে কারণে আইপিএল ইতিহাসে ক্রিস গেইলের এত রমরমা। ফাফ ডু প্লেসি, দেবদত্ত পাড়িক্কল, লোকেশ রাহুলরা যে কারণে এত গুরুত্ব পান। মুম্বইয়ের সাফল্যে চোখ রাখলে দেখা যাবে কুইন্টন ডি’ককের অবদান প্রচুর। শুরুতেই রোহিতের সঙ্গে এমন ঝড় বইয়ে দিতেন, টিম ফ্রন্টফুটে চলে যেত। শুধু তাই নয়, বাঁ-হাতি হওয়ার কারণে যে কোনও টিমের কম্বিনেশনকে চমৎকার বাঁধুনি দিতে পারেন, সেই কারণেই আইপিএল-১৫র নিলামে ডি’ককের চাহিদা ছিল তুঙ্গে। সঞ্জীব গোয়েঙ্কার টিম অভিজ্ঞতা এবং নির্ভরযোগ্যতা খুঁজছিল। কিপার কাম ওপেনার ডি’কক নিশ্চিত ভাবে অপশন বাড়িয়ে দেবেন। এ বার তাঁর জুড়িদার হতে চলেছেন লোকেশ রাহুল।

ডিককের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। ২০১৯ সালে ২.৮০ কোটি টাকায় ডি’কককে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। তবে ২০১৩ সাল থেকেই আইপিএল খেলছেন প্রোটিয়া উইকেটকিপার। প্রথম বছর সানরাইজার্স হায়দরাবাদে খেলার পর ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত দিল্লি ডেয়ারডেভিলসে খেলেন ডি’কক। এরপর প্রোটিয়া উইকেটকিপারকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর।

আইপিএলে এখনও পর্যন্ত ৭৭ ম্যাচ খেলেছেন ডি’কক। তার মধ্যে করেছেন ২২৫৬ রান।

আইপিএল নিলামের লাইভ (IPL AUCTION LIVE) আপডেট দেখতে নজর রাখুন টিভি নাইন বাংলা ডিজিটালে।

আরও পড়ুন: Pat Cummins, IPL 2022 Auction: প্যাট কামিন্সকে ৭.২৫ টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স