Ravichandran Ashwin: আমার হাতে থাকলে…, চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা প্লেয়ার নিয়ে প্রশ্ন তুললেন রবিচন্দ্রন অশ্বিন
ICC Men's Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে অনবদ্য ইনিংস খেলায় ম্যাচের সেরার পুরস্কার জেতেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টুর্নামেন্টের সেরা প্লেয়ার হিসেবে বেছে নেওয়া হয় নিউজিল্যান্ডের তরুণ ব্যাটার রাচিন রবীন্দ্রকে। কী বলছেন রবিচন্দ্রন অশ্বিন?

শেষ বার ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। দীর্ঘ অপেক্ষা শেষে অবশেষে ট্রফি। সব মিলিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দলও। ২০১৩ সালে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত, সেই টিমে ছিলেন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনও। এক যুগ পর ভারতীয় দল এই টুর্নামেন্ট জেতায় উচ্ছ্বসিত অশ্বিন। তবে টুর্নামেন্টের সেরা খেলোয়ার বেছে নেওয়ার নিয়মে একমত হতে পারেননি। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে অনবদ্য ইনিংস খেলায় ম্যাচের সেরার পুরস্কার জেতেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টুর্নামেন্টের সেরা প্লেয়ার হিসেবে বেছে নেওয়া হয় নিউজিল্যান্ডের তরুণ ব্যাটার রাচিন রবীন্দ্রকে। কী বলছেন রবিচন্দ্রন অশ্বিন?
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন। অশ্বিন মনে করেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন কাউকেই টুর্নামেন্টের সেরার পুরস্কার দেওয়া উচিত যে বড়রকমের ইমপ্যাক্ট ফেলেছে। তাঁর চোখে বরুণ চক্রবর্তী তেমনই একজন প্লেয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, তাতে ছিলেন না বরুণ চক্রবর্তী। এমনকি ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে স্কোয়াডেও না। টি-টোয়েন্টি সিরিজে পারফরম্যান্স দেখে তাঁকে ওডিআই সিরিজেও নেওয়া হয়। সেখানে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন।
যশস্বী জয়সওয়ালকে সরিয়ে শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হয় বরুণ চক্রবর্তীকে। মাত্র তিন ম্যাচ খেলেই ৯ উইকেট। চ্যাম্পিয়ন্স ট্রফি ডেবিউতেই নেন ফাইফার। রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘আমার চোখে টুর্নামেন্টের সেরা প্লেয়ার বরুণ চক্রবর্তী। পুরো টুর্নামেন্টেও খেলার সুযোগ পায়নি। পার্থক্য গড়ে দিয়েছে বরুণই। আমার তো মনে হয়, বরুণ না থাকলে খেলাটাই অন্যরকম হয়ে যেত। ওই এক্স ফ্যাক্টন হয়ে উঠেছে। টুর্নামেন্টের সেরা বাছার অধিকার আমার হাতে থাকলে বরুণকেই বেছে নিতাম।’
