AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajasthan Royals IPL 2022 Auction: আইপিএল নিলামে মিডল অর্ডারে ফোকাস রেখে দল সাজাতে চাইছে সঞ্জুর রাজস্থান রয়্যালস

Rajasthan Royals IPL 2022 Auction in Bengali: মিডল অর্ডারের জন্য মিলার ও লিভিংস্টোনকে নিলামে নেওয়ার চেষ্টা করবে রাজস্থান।

Rajasthan Royals IPL 2022 Auction: আইপিএল নিলামে মিডল অর্ডারে ফোকাস রেখে দল সাজাতে চাইছে সঞ্জুর রাজস্থান রয়্যালস
Rajasthan Royals IPL 2022 Auction: আইপিএল নিলামে মিডল অর্ডারে ফোকাস রেখে দল সাজাতে চাইছে সঞ্জুর রাজস্থান রয়্যালস
| Edited By: | Updated on: Feb 12, 2022 | 8:45 AM
Share

বেঙ্গালুরু: এ বারের মেগা নিলামে (IPL 2022 Auction) দল গুছিয়ে প্রথম থেকে শুরু করার সুযোগ রয়েছে রাজস্থান রয়্যালসের কাছে। গত তিনটে মরসুমে প্লেঅফে কোয়ালিফাই করতে পারেনি পিঙ্ক আর্মি। লিগ টেবলের সাত নম্বরে থেকে শেষ করেছিল সঞ্জু স্যামসনের (Sanju Samson) রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। বেশ কয়েকটি ম্যাচে অধিনায়ক সঞ্জু দুরন্ত পারফর্ম করার সত্ত্বেও জয়ের দেখা পায়নি দল। তবে সে সব নিয়ে এখন মাথা ঘামাতে রাজি নয় গোলাপি শহরের দল। আসন্ন আইপিএলের নিলামের আগে, তাই দলের ভবিষ্যতের কথা ভেবে স্ট্র্যাটেজি সাজিয়ে নিয়েছেন ক্যাপ্টেন সঞ্জু ও রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সঙ্গাকারা (Kumar Sangakkara)। মেগা নিলামে রাজস্থানের নজরে রয়েছে ডেভিড মিলার, লিয়াম লিভিংস্টোন ও চেতন সাকারিয়া।

মিডল অর্ডারের জন্য মিলার ও লিভিংস্টোনকে নিলামে নেওয়ার চেষ্টা করবে রাজস্থান। দুই প্লেয়ারের ক্ষমতা রয়েছে একা হাতে ম্যাচ জেতানোর। পাশাপাশি গোলাপি শিবির চাইবে তাদের দলে গত মরসুমে খেলা চেতন সাকারিয়াকে নিতে। তরুণ বাঁ হাতি বোলার কঠিন সময়ে দলকে উইকেট এনে দিতে পারদর্শী।

এ বারের রিটেনশনে রাজস্থান ধরে রেখেছে ৩ প্লেয়ারকে— সঞ্জু স্যামসন (১৪ কোটি), জশ বাটলার (১০ কোটি) ও যশস্বী জসওয়াল (৪ কোটি)। ফলে ৬২ কোটি টাকা নিয়ে প্লেয়ার কিনতে নামবে রাজস্থান রয়্যালস। এই নিলাম থেকে ২২ জন প্লেয়ারকে দলে নিতে পারবে রাজস্থান। তার মধ্যে ৭জন বিদেশি প্লেয়ার থাকতে পারবে। এই টাকা দিয়েই একটা পুরো নতুন দল গড়ে নতুন যাত্রা শুরু করতে চাইছেন সঞ্জুরা।

আগামী ৫-৬ বছর দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, এমন প্লেয়ারদের মেগা নিলামে টার্গেট করতে চাইছে সঞ্জুর দল। ফলে টপ অর্ডারের তিন ব্যাটারকে ধরে রাখার পর সঞ্জুদের এখন ফোকাস মিডল অর্ডারে ডেভিড মিলার এবং লিয়াম লিভিংস্টোনদের মতো তারকা প্লেয়ারদের দলে নেওয়া।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা