Bengal, Ranji Trophy: ইডেনে বাংলা-গুজরাট দ্বৈরথ, গতির লড়াইয়ে অস্ত্র সামি-আকাশদীপ
Ranji Trophy 2025: রঞ্জি ট্রফিতে উত্তরাখণ্ড ম্যাচের মতো গুজরাটের বিরুদ্ধেও চার পেসারে দল সাজাচ্ছে বেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক। সামি-আকাশদীপ জুটির গতির লড়াইয়ে সঙ্গী হবেন ঈশান পোড়েল, সুরজ সিন্ধু জয়সওয়াল। উত্তরাখণ্ড ম্যাচের দল থেকে একটাই পরিবর্তন হতে পারে।

কলকাতা: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) উত্তরাখণ্ডের বিরুদ্ধে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলা। শনিবার থেকে ইডেনে আরও একটি ম্যাচ খেলতে নামছেন অভিমন্যু ঈশ্বরনরা। প্রতিপক্ষ গুজরাট। বাংলা বনাম গুজরাট হেভিওয়েট লড়াই। শেষ কয়েক বছরে যে লড়াই অন্য মাত্রা পেয়েছে। গুজরাট বেশ শক্ত প্রতিপক্ষ। মাঠে নামার আগে তাই বাড়তি সতর্ক থাকছে বঙ্গশিবির। ইডেনের সবুজ উইকেটেই মোদীর রাজ্যের টিমকে স্বাগত জানাচ্ছে বাংলা। উত্তরাখণ্ড ম্যাচে উইকেট নিয়ে অসন্তোষ দেখা গিয়েছিল বঙ্গ শিবিরে। গুজরাট ম্যাচে একেবারে ঘাসের পিচেই খেলতে দেখা যাবে দুই দলকে। উত্তরাখণ্ড ম্যাচে উইকেট থেকে বাউন্স আর গতির সাহায্য না পাওয়ার অভিযোগ করেছিল বাংলার টিম ম্যানেজমেন্ট। পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় এবারে যা উইকেট রেখেছেন, তাতে বঙ্গ শিবিরে স্বস্তি দেখা যেতেই পারে।
উত্তরাখণ্ড ম্যাচের মতো গুজরাটের বিরুদ্ধেও চার পেসারে দল সাজাচ্ছে বেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক। সামি-আকাশদীপ জুটির গতির লড়াইয়ে সঙ্গী হবেন ঈশান পোড়েল, সুরজ সিন্ধু জয়সওয়াল। উত্তরাখণ্ড ম্যাচের দল থেকে একটাই পরিবর্তন হতে পারে। বিশাল ভাটির জায়গায় খেলতে পারেন চোট সারিয়ে ফিট হয়ে ওঠা শাহবাজ আহমেদ।
হোম অ্যাডভান্টেজকে কাজে লাগাতে তৈরি বাংলা। পরপর দুটো ম্যাচ থেকে জয় তুলে নিতে পারলে পরের দিকে অনেকটা সুবিধাজনক জায়গায় থাকবে দল। তা ভালই জানেন লক্ষ্মীরতন শুক্লা, অভিমন্যু ঈশ্বরনরা। উত্তরাখণ্ডের বিরুদ্ধে দুই ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন মহম্মদ সামি। গুজরাটের ব্যাটিং অর্ডার ভাঙতে বঙ্গ শিবিরের প্রধান অস্ত্র মোরাদাবাদ এক্সপ্রেস। উর্ভিল প্যাটেল, রবি বিষ্ণোইরা খেলেন গুজরাটে। কঠিন লড়াই জিতে রঞ্জির দৌড়ে সুবিধাজনক জায়গায় থাকাই এখন লক্ষ্য বঙ্গ ব্রিগেডের।
