Rashid Khan Watch: না দেখেই ছয়! আইপিএলের আগে রশিদ খানের শটে অবাক ক্রিকেট বিশ্ব
IPL 2024, Gujarat Titans: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ২২ মার্চ। আইপিএলে দীর্ঘ সময় ধরেই খেলছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। বর্তমানে খেলেন গুজরাট টাইটান্সে। রিস্ট স্পিনার হলেও তাঁর ব্যাটিংয়ের হাত ভালো। অলরাউন্ডার বলতেও দ্বিধা হয় না। বিধ্বংসী ব্যাটিং করতে পারেন। কপি বুকের বাইরে নানা শট খেলতে পারেন। বিগ ব্যাশে দেখা গিয়েছে ইয়র্কার ডেলিভারি কী ভাবে অনায়াসে দু-পায়ের গ্যাপ দিয়ে থার্টম্যান বাউন্ডারিতে পাঠিয়েছেন রশিদ খান।

এমন শট আগে দেখা গিয়েছে! হয়তো। হয়তো না। রশিদ খান এমন অনেক শটই খেলেন যা ক্রিকেট বিশ্বকে অবাক করে। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিগ ব্যাশে চোখ ধাঁধানো এমন অনেক শট খেলেছেন রশিদ। মহেন্দ্র সিং ধোনির হেলিকপ্টার শট দেখার অপেক্ষায় থাকেন ক্রিকেটপ্রেমীরা। ধোনির এই শট ভালো রপ্ত করেছেন রশিদ খানও। সামনেই আইপিএল। তার আগে ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলেছে আফগান লেগ স্পিনারের না দেখেই ছয়! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ২২ মার্চ। আইপিএলে দীর্ঘ সময় ধরেই খেলছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। বর্তমানে খেলেন গুজরাট টাইটান্সে। রিস্ট স্পিনার হলেও তাঁর ব্যাটিংয়ের হাত ভালো। অলরাউন্ডার বলতেও দ্বিধা হয় না। বিধ্বংসী ব্যাটিং করতে পারেন। কপি বুকের বাইরে নানা শট খেলতে পারেন। বিগ ব্যাশে দেখা গিয়েছে ইয়র্কার ডেলিভারি কী ভাবে অনায়াসে দু-পায়ের গ্যাপ দিয়ে থার্টম্যান বাউন্ডারিতে পাঠিয়েছেন রশিদ খান। এ বার আলোচনায় ‘নো লুক’ ছয়।
আইপিএলের আগে দেশের হয়ে খেলছেন রশিদ। তাঁকে ঘিরে একটা আশঙ্কা ছিল। চোটের জন্য দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে ছিলেন। গুজরাট টাইটান্স শিবির যেন এখন আস্বস্ত হতেই পারে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি। ইনিংসের ১৮তম ওভার। বোলিংয়ে আয়ারল্যান্ড পেসার ব্যারি ম্যাকার্থি। মিডল-লেগ স্টাম্পে একটি ফুলটস ডেলিভারি দেন ম্যাকার্থি। দেন বললে ভুল হবে, ইয়র্কারের চেষ্টায় ফুলটস। রশিদ খান না দেখেই যেন ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে বাউন্ডারির বাইরে পাঠান সেই ডেলিভারি।
We have seen that before! 😄
Just @RashidKhan_19 being Rashid Khan! 🤩👏🙌#AfghanAtalan | #AFGvIRE2024 pic.twitter.com/yxRqBibMQf
— Afghanistan Cricket Board (@ACBofficials) March 17, 2024
স্বাভাবিক ভাবেই এমন শট দেখে সকলের অবাক হওয়ারই কথা। গুজরাট টাইটান্স সমর্থকরা উচ্ছ্বসিত এই শট দেখে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও রশিদ খান ব্যাট হাতে এ ভাবেই ভরসা দিক দলকে, সেটাই যেন শুভমন গিলদের প্রত্যাশা।
