Yashasvi Jaiswal : আইপিএলের পরই যশস্বীকে দেখা যাবে জাতীয় দলে, ভবিষ্যদ্বাণী শাস্ত্রীর

Ravi Shasti on Yashasvi Jaiswal : রাজস্থানের যশস্বীর বিধ্বংসী ব্যাটিং দেখে চুপ করে থাকতে পারেননি ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী থেকে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তরুণ ক্রিকেটারের প্রশংসা করেছেন বিরাট। অন্যদিকে বিরাটের প্রাক্তন হেড স্যার রবি শাস্ত্রী তো দাবি তুলে দিয়েছেন যে, আইপিএলের পরই যশস্বী জাতীয় দলে ডাক পেতে চলেছেন।

Yashasvi Jaiswal : আইপিএলের পরই যশস্বীকে দেখা যাবে জাতীয় দলে, ভবিষ্যদ্বাণী শাস্ত্রীর
Yashasvi Jaiswal : আইপিএলের পরই যশস্বীকে দেখা যাবে জাতীয় দলে, ভবিষ্যদ্বাণী শাস্ত্রীর Image Credit source: IPL Website
Follow Us:
| Edited By: | Updated on: May 12, 2023 | 1:40 PM

কলকাতা : রাজস্থান রয়্যালসের তরুণ তুর্কি বার বার বলতে বাধ্য করছেন ‘যশস্বী ভব’… চলতি আইপিএলে (IPL 2023) দুরন্ত ছন্দে রয়েছেন পিঙ্ক আর্মির ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। বৃহস্পতিবার ক্রিকেটের নন্দনকাননে যশস্বী জসওয়াল কেকেআরের বোলারদের পিটিয়ে ছাতু করে দিয়েছেন। মাত্র ৪৭ বলে ৯৮ নট আউট ইনিংস উপহার দিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন যশস্বী। এই বিধ্বংসী ইনিংস গড়ার দিন আইপিএলের দ্রুততম অর্ধশতরানের রেকর্ডও নিজের নামে করে ফেলেছেন যশস্বী। নাইটদের বিরুদ্ধে মাত্র ১৩ বলে অর্ধশতরান করেন যশস্বী। পিঙ্ক আর্মির যশস্বীর বিধ্বংসী ব্যাটিং দেখে চুপ করে থাকতে পারেননি ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী থেকে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তরুণ ক্রিকেটারের প্রশংসা করেছেন বিরাট। অন্যদিকে বিরাটের প্রাক্তন হেড স্যার রবি শাস্ত্রী তো দাবি তুলে দিয়েছেন যে, আইপিএলের পরই যশস্বী জাতীয় দলে ডাক পেতে চলেছেন। আর কী কী বললেন শাস্ত্রী? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আইপিএলকে অনেক সময় বলা হয়েছে জাতীয় দলে ক্রিকেটার সাপ্লাইয়ের লাইন। আসলে আইপিএলে ভালো পারফর্ম করে এর আগে অনেক ক্রিকেটারের জন্য জাতীয় দলের দরজা খুলে গিয়েছে। এ বারের আইপিএলে রাজস্থানের যশস্বী, কেকেআরের রিঙ্কু সিংরা প্রতি ম্যাচে এমন পারফর্ম করছেন যে, তা দেখে প্রাক্তন ক্রিকেটাররা দাবি করছেন শীঘ্রই যশস্বী-রিঙ্কুরা ডাক পাবেন জাতীয় দলে। ২১ বছরের যশস্বী ২০২০ সালে সুযোগ পেয়েছিলেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলে। সে বার টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন যশস্বীই। পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কার যে কারণে পেয়েছিলেন যশস্বী। এ বার সেই যশস্বীই স্বপ্ন দেখছেন সিনিয়র দলে নীল জার্সি পরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার। সেই সুযোগ যে খুব দূরে নয়, তা মনে করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী থেকে শুরু করে একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরা।

সম্প্রচারকারী চ্যানেলে যশস্বীকে নিয়ে রবি শাস্ত্রী বলেন, ‘যশস্বী সকলকে বাধ্য করছে ওর খেলা দেখতে। অফ-সাইডে ওর কিছু শটের সময় মাথা একেবারে স্থির থাকে এবং ওর ফুটওয়ার্কও অনবদ্য। যেভাবে ওর উত্থান হয়েছে তাতে ২১ বছর বয়সী একজনের জন্য পথটা বেশ কঠিনই ছিল।’ তিনি আরও বলেন, ‘শীঘ্রই ও জাতীয় দলে ডাক পাবে। নির্বাচকরা ওর এই দারুণ পারফরম্যান্স নিশ্চই দেখছে। দীর্ঘ অপেক্ষার পর তাঁরা এমন প্রতিভাকে দেখতে পছন্দ করবেন, যে সমস্ত ফর্ম্যাটে এত ভালো। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে, টি-টোয়েন্টি ক্রিকেটে যে-ই থাকুক না কেন ওর নাম প্রথমেই বেছে নেওয়া হবে।’