IND vs PAK, Hockey : হকি স্টেডিয়ামে অশ্বিন, ভারতীয় দলের হয়ে ফাটালেন গলা

Ravichandran Ashwin : হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মুখোমুখি ভারতীয় দল। এই ম্যাচে টিম ইন্ডিয়াকে সমর্থন করতে চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণণ স্টেডিয়ামে স্টেডিয়ামে পৌঁছন ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গেই ছিলেন তিনি।

IND vs PAK, Hockey : হকি স্টেডিয়ামে অশ্বিন, ভারতীয় দলের হয়ে ফাটালেন গলা
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 09, 2023 | 10:02 PM

চেন্নাই : তাঁর হোমটাউনে বসেছে হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির (Asian Champions Trophy 2023) আসর। চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণণ স্টেডিয়ামে বুধবার ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। এমন হাইভোল্টেজ ম্যাচ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন কীভাবে? বর্তমানে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজে টি ২০ সিরিজ খেলতে ব্যস্ত। সিনিয়র ক্রিকেটারদের তাই বিরতি। অশ্বিন (Ravichandran Ashwin) এখন চেন্নাইতেই রয়েছেন। বুধ-রাতে ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে পৌঁছে যান তিনি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন যখন মাঠে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে আলাপ করছিলেন তখন পাশেই ছিলেন অশ্বিন। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইতে দেখা যায় তাঁকে। ছিলেন হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

হকিতে ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে পারদ চড়ছিল বেশ কিছুদিন আগে থেকেই। দুই দলের কোচ, ক্যাপ্টেনদের মন্তব্যে রণং দেহি ভাব। চেন্নাই আয়োজক হওয়ায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির উত্তেজনা সেই শহরে বেশি। হরমনপ্রীত সিংদের সমর্থন করতে বুধবার স্টেডিয়ামে যান অশ্বিন। ভারতীয় দলের হয়ে শুধুমাত্র টেস্ট ফরম্যাটে খেলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এখন টেস্ট ম্যাচ খেলা হচ্ছে না। ঘরোয়া ক্রিকেটও নেই। অশ্বিনের কাছে এখন অঢেল সময়। বছর শেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁকে আবার খেলতে দেখা যাবে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচে ৩-০তে এগিয়ে ভারতীয় দল। তৃতীয় কোয়ার্টারের খেলা চলছে। হাফটাইমে ভারত এগিয়ে ছিল ২-০ ব্যবধানে। দুটি গোলই পেনাল্টি কর্নার থেকে এসেছে। দুটি গোল করেন ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং। ১৪ ও ২২ মিনিটে হয় গোল দুটি।