IPL 2022: ফর্মের ধারেকাছে নেই, কোন দুই সেরা তারকাকে টিম থেকে বাদ দেওয়ার দাবি তুললেন ভক্তরা?

ভারতের দুই সেরা ব্যাটার ফর্মের ধারেকাছে নেই। কেউই টানতে পারছেন না নিজেদের টিমকে। আর তাঁদেরকেই এ বার টিম থেকে বাদ দেওয়ার দাবি তুললেন আইপিএল ভক্তরা। কারা তাঁরা? নাম জানলে চমকে যাবেন!

IPL 2022: ফর্মের ধারেকাছে নেই, কোন দুই সেরা তারকাকে টিম থেকে বাদ দেওয়ার দাবি তুললেন ভক্তরা?
IPL 2022: ফর্মের ধারেকাছে নেই, কোন দুই সেরা তারকাকে টিম থেকে বাদ দেওয়ার দাবি তুললেন ভক্তরা?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 17, 2022 | 8:30 AM

কলকাতা: এক জনের সেঞ্চুরির সংখ্যা ৭০। আর এক জন, ৪১। সব মিলিয়ে দেশের হয়ে ১১১টা সেঞ্চুরি রয়েছে যাঁদের, তাঁরাই এ বার তোপের মুখে! ফর্মে না থাকা, টিমকে সাফল্য দিতে না পারা এই দুই ক্রিকেটারকে এ বার বসিয়ে দেওয়ার দাবি উঠে গেল আইপিএলে (IPL 2022) । এঁরা কারা? এক জনের নাম বিরাট কোহলি (Virat Kohli)। আর দ্বিতীয় জন, রোহিত শর্মা (Rohit Sharma)। রোহিত এ বারের আইপিএলে এখনও সেঞ্চুরি দূরে থাক, হাফসেঞ্চুরিও করেননি। ৪১, ১০, ৩, ২৬, ২৮ ও ৬ করেছেন মোট ছ’টা ম্য়াচে। টিমকে এখনও একটাও ম্যাচে জেতাতে পারেননি। আর বিরাট? আইপিএলের অনেক আগে থেকেই রানের মধ্যে নেই। প্রথম ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে নট আউট ৪১ করেছিলেন। পরের পাঁচ ম্যাচে তাঁর সংগ্রহ ১২, ৫, ৪৮, ১ এবং ১২। শনিবার রাতের ম্যাচে ১২ রান করে রান আউট হয়েছেন তিনি। আর তার পরই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন ক্রিকেট ভক্তরা। দাবি তুলেছেন, যদি এঁরা টিমকেই না টানতে পারেন, তা হলে কেন দিনের পর দিন বয়ে বেড়ানো হচ্ছে। তার থেকে ভালো বসিয়ে দেওয়া হোক। তরুণ প্রজন্মের অনেক ক্রিকেটার তাঁদের সেরাটা দেওয়ার জন্য অপেক্ষা করছেন ডাগআউটে। তাঁরা কেন সুযোগ পাবেন না?

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই নেতৃত্ব ছেড়েছিলেন বিরাট। একে একে ওয়ান ডে ও টেস্ট টিমের নেতৃত্ব থেকেও সরিয়ে নিয়েছেন নিজেকে। তা নিয়ে বিতর্ক কম হয়নি। কিন্তু বিরাটের যুক্তি ছিল, তিনি ব্যাটিংয়ে ফোকাস করতে চাইছেন। ঘটনা হল, নেতৃত্ব ছাড়লেও তাঁর ব্যাটে বড় রান দেখা যায়নি। তিন বছর আগে টেস্টে শেষ সেঞ্চুরি করেছেন। ওয়ান ডে-তেও তাই। বিরাটের হলটা কী, এ নিয়ে কম আলোচনা নেই। ভাবা হয়েছিল, ভারহীন হয়ে আইপিএল খেলতে নেমে নিজেকে মেলে ধরবেন। ভক্তদের সে ইচ্ছেও পূরণ করতে পারছেন না তিনি। আর তাই যেন ক্ষোভ বাড়ছে। রোহিতের কাহিনিও যেন সেই রকমই। দেশের হয়ে নেতৃত্বের দায়িত্ব নেওয়ার পর থেকে বড় রান নেই তাঁর ব্যাটে। ঘটনা হল, বিরাট এবং রোহিতই ভারতীয় টিমের সেরা দুই ব্যাটার। যাঁরা চেষ্টা করলেও নিজেদের সেরাটা দিতে পারছেন না।

টুইটারে এক জন লিখলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে ভারতের দুই সেরা ব্যাটারের ফর্ম কিন্তু সবচেয়ে দুশ্চিন্তার বিষয়। রোহিত শর্মা নিজের স্ট্যাট বদলাতে পারছেন না। আর বিরাট প্রতি ম্যাচে নতুন নতুন ভাবে আউট হচ্ছেন। আশা করি ওঁরা নিজেরাই সরে দাঁড়াবেন।’ আর এক জন লিখে ফেললেন, ‘রোহিত আর বিরাট, দু’জনকেই টিম থেকে বাদ দেওয়ার সময় এসে গিয়েছে। যতক্ষণ না ওরা ঘরোয়া ক্রিকেটে নিজেদের প্রমাণ করতে পারছে। অনেক হল, এ বার কঠোর সিদ্ধান্তটা নিতেই হবে।’

বিরাট এবং রোহিত— দু’জনেই বুঝতে পারছেন ফর্মে না ফিরলে চাপ বাড়বে। পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স প্লে-অফে যেতে পারবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখনও লড়াইয়ে রয়েছে। প্রশ্ন হল, বিরাট আর রোহিত কবে ফর্মে ফিরবেন?