
বিরতির পর আজ ফিরল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। যদিও ফেরাটা সেই অর্থে হল না। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ আরও একটা নকআউটে ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। সরকারি ভাবে প্লে-অফ নিশ্চিত নয় কোনও দলেরই। চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল। তালিকায় যোগ হল কলকাতা নাইট রাইডার্সের নামও। আজ কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা জিতলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যেত। কিন্তু দু-দলের প্রতিপক্ষ হয়ে দাঁড়াল বৃষ্টি। পণ্ড ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি। প্লে-অফের জন্য কাল অবধি অপেক্ষা আরসিবির। তেমনই সরকারি ভাবে ছিটকে গেল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে (IPL) আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ম্যাচের আপডেট TV9 Bangla-র এই লাইভব্লগে।
বেঙ্গালুরুতে ভেস্তে গিয়েছে ম্যাচ। দু-দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি। কেকেআরের ঝুলিতে মাত্র ১২ পয়েন্ট। বাকি রয়েছে আর একটি ম্যাচ। ফলে সর্বাধিক ১৪ পয়েন্টে পৌঁছতে পারে কেকেআর। ইতিমধ্যেই চারটি দলের ১৪-র বেশি পয়েন্ট রয়েছে। ফলে সরকারি ভাবে প্লে-অফের দৌড় থেকে বিদায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআরের। বিস্তারিত রিপোর্ট: ‘বিরাট’ আয়োজন জলে, সরকারিভাবে বিদায় চ্যাম্পিয়ন কেকেআরের
কিং কোহলির জন্য আয়োজনে কোনও খামতি ছিল না। যদিও বৃষ্টিতে ভেস্তে গেল সব। ম্যাচ পণ্ড। সরকারিভাবে প্লে-অফের দৌড় থেকে আউট কলকাতা নাইট রাইডার্স।
বেঙ্গালুরুতে বৃষ্টির তেজ বেড়েছে, অপেক্ষাও। সুপার সপার নামানো হলেও দ্রুতই তা তুলে নিতে হয়। বিরাট শো-এর অপেক্ষায় গ্যালারি। কিন্তু খেলা আদৌ করা যাবে কি? আশঙ্কাও জাগছে। ম্যাচ না হলে যাবতীয় অঙ্ক থেকে বিদায় হয়ে যাবে কেকেআরের।
কমেছে বৃষ্টি, থেমেছেও বলা যায়। মাঠে নামানো হয়েছে সুপার সপার। আশায় সমর্থকরা। চিন্নাস্বামী স্টেডিয়ামের জলনিকাশি ব্যবস্থা খুবই ভালো। ফলে বৃষ্টি আর না হলে ম্যাচ করা সম্ভব। তবে ওভার কমবে।
বিরাট কোহলি ও রোহিত শর্মার টেস্ট অবসর নিয়ে মুখ খুললেন কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। কী বলছেন তিনি? বিস্তারিত পড়ুন: বিরাটের অবসরে কি সারপ্রাইজ? মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়…
গ্যালারিতে যেমন আরসিবির জার্সি রয়েছে, তেমনই পরিকল্পনা মাফিক বিরাট কোহলির জন্য টেস্ট জার্সি পরেও সমর্থকরা গ্যালারিতে অপেক্ষায়। বলা ভালো রঙিন জার্সির চেয়ে সংখ্যায় ভারী বিরাট লেখা টেস্ট জার্সিরই। কিন্তু বেঙ্গালুরুর বৃষ্টি তাদের সমস্যায় ফেলেছে। আদতে ম্যাচ কত ওভারের করা যাবে, আদৌ হবে কি না, এই নিয়েও সন্দেহ। বৃষ্টি কমার অপেক্ষায় সকলেই।
আইপিএল ফিরছে, কিন্তু ম্যাচ হবে কি না, সন্দেহ। বেঙ্গালুরুর বৃষ্টি চাপে ফেলেছে। বৃষ্টি থামার প্রার্থনায় সকলেই।
হতে পারে, নাও হতে পারে। সুযোগ একটা রয়েছে। কিন্তু বৃষ্টি হলে! কী সেই রেকর্ড? বিস্তারিত পড়ুন: অপেক্ষায় কিং সাইজ রেকর্ড! আইপিএলে এই কীর্তি প্রথম গড়েছিলেন সেওয়াগ
বিরতির পর ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। চিন্নাস্বামীতে মুখোমুখি আরসিবি ও কেকেআর। কোন পরিস্থিতিতে দু-দল? বিস্তারিত পড়ুন: জিতলেই প্লে-অফে আরসিবি, অঙ্কে শেষ সুযোগ কেকেআরের
বেঙ্গালুুরুতে বৃষ্টি। তবে ততটা জোড়ালো নয়। বরং সমর্থকদের প্ল্যানিংয়ের বৃষ্টি ক্রমশ দুর্দান্ত আকার নিচ্ছে। সদ্য টেস্ট থেকে অবসর নিয়েছেন কিং কোহলি। তাঁকে সম্মান জানাতে, সমর্থকরা বিরাটের নাম লেখা টেস্ট জার্সিতে মাঠে আসার পরিকল্পনা করেছেন। টি-টোয়েন্টি ম্যাচে টেস্টের স্বাদ! বিস্তারিত পড়ুন: বেঙ্গালুরুতে সমর্থকদের বিরাট আবেগ, হতে পারে সমস্যাও!