AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025 Latest Rule: আইপিএলের বাকি ৯টি লিগ ম্যাচে নতুন নিয়ম, সমর্থকদের স্বস্তি না বিরক্তি!

Indian Premier League: সব কিছুই কার্যত অদল-বদল হয়েছে। এদিন আইপিএল প্লে-অফের ভেনুর পাশাপাশি নতুন নিয়মের কথাও জানানো হয়েছে। এতদিন এই নিয়ম ছিল শুধুমাত্র প্লে-অফের ম্যাচগুলির জন্য। লিগ পর্বের বাকি ম্যাচের জন্য এই নিয়ম কার্যকর করা হল।

IPL 2025 Latest Rule: আইপিএলের বাকি ৯টি লিগ ম্যাচে নতুন নিয়ম, সমর্থকদের স্বস্তি না বিরক্তি!
Image Credit: BCCI
| Updated on: May 20, 2025 | 9:59 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে-অফের ভেনু ঘোষণা করে দিয়েছে বোর্ড। সূচি অনুযায়ী কলকাতার ইডেন গার্ডেন্সে ফাইনাল হওয়ার কথা ছিল। যদিও পরবর্তীতে সূচি বদল হয়। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির জেরে কিছুদিন স্থগিত রাখা হয়েছিল আইপিএল। ২৫ মে ফাইনাল হওয়ার কথা ছিল। যা হবে ৩ জুন। লিগ পর্বের ম্যাচও পিছিয়েছে। সব কিছুই কার্যত অদল-বদল হয়েছে। এদিন আইপিএল প্লে-অফের ভেনুর পাশাপাশি নতুন নিয়মের কথাও জানানো হয়েছে। এতদিন এই নিয়ম ছিল শুধুমাত্র প্লে-অফের ম্যাচগুলির জন্য। লিগ পর্বের বাকি ম্যাচের জন্য এই নিয়ম কার্যকর করা হল।

গত ১৭ মে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে ফিরেছিল আইপিএল। যদিও ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। যে কারণে, বেঙ্গালুরুর শেষ হোম ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে লখনউতে। তেমনই বৃষ্টির জন্য যাতে সমর্থকরা বঞ্চিত না হন, এর জন্য নিয়মেও পরিবর্তন করা হয়েছে। এত দিন ম্যাচ সম্পূর্ণ করার জন্য অতিরিক্ত ৬০ মিনিট সময় রাখা থাকত। এরপর ওভার কমত। প্লে-অফের ম্যাচের ক্ষেত্রে এই রিজার্ভ টাইম ছিল ১২০ মিনিট। লিগ পর্বের বাকি ৯টি ম্যাচের জন্য ১২০ মিনিটের অতিরিক্ত সময় রাখা হবে।

পুরো ২০ ওভারের ম্যাচ সম্পূর্ণ করার জন্য ১২০ মিনিট এক্সট্রা টাইম। অর্থাৎ বিকেলের ম্যাচের (৩.৩০টা) ক্ষেত্রে ম্যাক্সিমাম ৫.৩০টায় শুরু করা যাবে। এতেও যদি না হয়। অন্তত ৫ ওভারের ম্যাচের জন্য ৭.৫৬ অবধি অপেক্ষা করা যাবে। এর মধ্যে শুরু না হলে তবেই ম্যাচ ভেস্তে যাবে। রাতের ম্যাচের ক্ষেত্রে পুরো ম্যাচ করার জন্য ৯.৩০টা অবধি অপেক্ষা করা যাবে। রাতে অন্তত ৫ ওভারের ম্যাচের জন্য অপেক্ষা করা হবে ১১.৫৬ অবধি। এর মধ্যে শুরু না করা গেলে তবে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হবে।

সূচি পিছিয়ে যাওয়া এবং আবহাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটি মাঠে আসা বা টিভির পর্দায় চোখ রাখা ক্রিকেট প্রেমীদের জন্য স্বস্তি না বিরক্তি বলা কঠিন। রাতের ম্যাচের কথাই ধরা যাক। ৯.৩০টায় ম্যাচ শুরু হলে এবং টানা চললেও ম্যাচ শেষ হতে রাত ১টা পেরিয়ে যাবে। তেমনই পাঁচ ওভারের ম্যাচ যদি ১১.৫৬-তে শুরু হয় প্রায় শেষ হতে একই সময় ধরা যায়। এত রাত অবধি ধৈর্য থাকবে তো!