Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs South Africa: রিঙ্কু সিং কি টেস্ট ক্রিকেটের ভাবনাতেও? বোর্ডের ইঙ্গিত তেমনই…

IND vs SA, Rinku Singh: দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের একঝাঁক ক্রিকেটার রয়েছেন। টি-টোয়েন্টি, ওডিআই সিরিজ শেষে এ বার দু-ম্যাচের টেস্ট সিরিজ। পাশাপাশি টেস্ট সিরিজের প্রস্তুতিতে এ দলের সিরিজও চলছে। টি-টোয়েন্টি স্কোয়াডের অনেককেই দেশে পাঠানো হয়েছে। ওয়ান ডে স্কোয়াডে থাকা ক্রিকেটারদেরও। হাতে গোনা কয়েকজনকে রেখে দেওয়া হল। ভারত এ দলের আরও একটি চার দিনের ম্যাচ রয়েছে। সেই স্কোয়াডে যোগ করা হয়েছে অনেককেই। রিঙ্কুকে যোগ করাটা যেন তাৎপর্যপূর্ণ।

India vs South Africa: রিঙ্কু সিং কি টেস্ট ক্রিকেটের ভাবনাতেও? বোর্ডের ইঙ্গিত তেমনই...
Image Credit source: X
Follow Us:
| Updated on: Dec 23, 2023 | 4:10 PM

কলকাতা: রিঙ্কু সিং নামটা বলতেই আপাতত সকলের চোখের সামনে ভেসে উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সেই পাঁচ ছক্কা। গত আইপিএলে খাদের কিনারা থেকে পাঁচ ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়েছিলেন রিঙ্কু সিং। এখন আর তিনি শুধু আইপিএলের প্লেয়ার নন। ভারতের টি-টোয়েন্টি দলে ক্রমশ নিয়মিত হয়ে উঠছেন। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকাতেই প্রথম বার ওয়ান ডে স্কোয়াডেও জায়গা পেয়েছিলেন। খুব ভালো পারফরম্যান্স না হলেও অতিসাধারণও নয়। ব্যাটিংয়ে কিছুটা অবদান রেখেছেন। তেমনই এক ওভার বল করে উইকেটও নিয়েছেন। রিঙ্কুকে কি তিন ফরম্যাটের ভাবনায়ই রাখছে ভারতীয় বোর্ড? এমন হতেই পারে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের একঝাঁক ক্রিকেটার রয়েছেন। টি-টোয়েন্টি, ওডিআই সিরিজ শেষে এ বার দু-ম্যাচের টেস্ট সিরিজ। পাশাপাশি টেস্ট সিরিজের প্রস্তুতিতে এ দলের সিরিজও চলছে। টি-টোয়েন্টি স্কোয়াডের অনেককেই দেশে পাঠানো হয়েছে। ওয়ান ডে স্কোয়াডে থাকা ক্রিকেটারদেরও। হাতে গোনা কয়েকজনকে রেখে দেওয়া হল। ভারত এ দলের আরও একটি চার দিনের ম্যাচ রয়েছে। সেই স্কোয়াডে যোগ করা হয়েছে অনেককেই। রিঙ্কুকে যোগ করাটা যেন তাৎপর্যপূর্ণ।

বক্সিং ডে টেস্টের প্রস্তুতি সারছে ভারতের সিনিয়র দল। ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্ট। একই দিনে বেনোনিতে ভারত এ দলের চারদিনের একটি ম্যাচ শুরু হবে। সেই স্কোয়াডেই যোগ করা হয়েছে রিঙ্কু সিং সহ রজত পাতিদার, সাই সুদর্শন, সরফরাজ খানদের। আলাদা করে কেন রিঙ্কুর কথা বলা হচ্ছে? তাঁর খেলার ধরন। প্রথম শ্রেনির ক্রিকেটে ৪২ ম্যাচে ৩ হাজারের ওপর রান রিঙ্কুর। ৭টি সেঞ্চুরি ও ১৯টি হাফসেঞ্চুরি রয়েছে। ব্যাটিং গড় প্রায় ৫৮। আরও পজিটিভ দিক তাঁর স্ট্রাইকরেট ৭১-এর বেশি। অর্থাৎ লাল বলের ক্রিকেট মানেই শুধু ডিফেন্সে বিশ্বাসী নন। প্রয়োজনে দ্রুতগতিতে রানও তুলতে পারেন। টেস্ট ক্রিকেটেও ভারতের সম্পদ হয়ে উঠতে পারেন রিঙ্কু সিং।

ভারত ‘এ’ স্কোয়াড- অভিমন্যু ঈশ্বরণ (ক্যাপ্টেন), সাই সুদর্শন, সরফরাজ খান, তিলক ভার্মা, ধ্রুব জুড়েল (উইকেট কিপার), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, আবেশ খান, নবদীপ সাইনি, আকাশ দীপ, বিদ্বথ কাবেরাপ্পা, মানব সুথার, রিঙ্কু সিং।