
কলকাতা: গত বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এ বার ট্রফি তো দূর, প্লে অফেই উঠতে পারেনি। ২৫ মে কেকেআর এ বারের আইপিএলে নিজেদের শেষ ম্যাচ খেলেছে। সেই ম্যাচে লজ্জার হারের মুখ দেখেছে নাইটরা। ১১০ রানের বড় ব্যবধানে গত বারের রানার্স সানরাইজার্স হায়দরাবাদ হারায় কেকেআরকে। সেই হারের ক্ষতে প্রলেপ পড়তে সময় লাগবে। তারই মাঝে জানা গিয়েছে, জীবনের নতুন ইনিংসের পথে পা বাড়াচ্ছেন রিঙ্কু সিং (Rinku Singh)। এ বছরের জানুয়ারিতে শোনা গিয়েছিল, প্রেম করছেন রিঙ্কু। এবং আলিগড়ের ছেলে লোকসভার এক সাংসদের প্রেমে পড়েছেন। এ বার জানা গিয়েছে, তাঁর সঙ্গেই বাগদান সারতে চলেছেন কেকেআরের তারকা। দিনক্ষণও প্রকাশ্যে এসেছে।
প্রিয়া সরোজ হলেন রিঙ্কুর বাগদত্তা। জানা গিয়েছে, ৮ জুন তাঁর ও প্রিয়ার এনগেজমেন্ট হতে চলেছে। ভারতের তরুণ তুর্কি রিঙ্কুর সঙ্গে যেহেতু নাম জড়িয়েছে, তাই প্রিয়ার ব্যাপারে অনেকেই খোঁজখবর নেওয়া শুরু করেছেন। তাঁদের আগ্রহ একটাই যে পাত্রীর পরিচয় কী? তিনি আসলে উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভার সাংসদ। প্রিয়া সরোজের বয়স মাত্র ২৬। তিনি লোকসভা ভোটে কম বয়সে জেতার রেকর্ড গড়েছিলেন।
ইন্ডিয়া টু-ডের এক রিপোর্ট অনুযায়ী, লখনউয়ের এক হোটেলে রিঙ্কু ও প্রিয়ার এনগেজমেন্ট হবে। উল্লেখ্য, এর আগে UP Tak-এর এক্স হ্যান্ডেলে শেয়ার করা এক ভিডিয়োতে প্রিয়ার বাবা তুফানি সরোজ তাঁর মেয়ে ও রিঙ্কুর সম্পর্ক নিয়ে কিছু কথা বলেছিলেন। সেই সময় প্রিয়ার বাবা তুফানি সরোজ জানিয়েছিলেন, তাঁর মেয়ে ও রিঙ্কুর বাগদান এখনও হয়নি। এও জানিয়েছিলেন যে, দুই পরিবার তাঁদের বিয়ে দিতে তৈরি। রিঙ্কু ও প্রিয়া যখনই সময় বের করতে পারবেন, সেই মতো তাঁদের এনগেজমেন্ট হবে। এমনটাও বলেছিলেন তুফানি। এ বার আসতে চলেছে সেই শুভ মহরত! প্রসঙ্গত রিঙ্কু এ বারের আইপিএলে ১৩ ম্যাচে ২০৬ রান করেছেন।