IPL 2025 Mega Auction: মেগা নিলামে পন্থ-রাহুলের ঝুলি ভরবে ২৫-৩০ কোটিতে, জোর গলায় বলছেন কে?

Oct 31, 2024 | 4:21 PM

ভারতীয় ক্রিকেট মহলে জোর আলোচনা চলছে ঋষভ পন্থ (Rishabh Pant), লোকেশ রাহুলকে (KL Rahul) নিয়ে। দেশের দুই উইকেটকিপার বছর শেষের মেগা নিলামে (IPL 2025 Mega Auction) উঠতে পারেন।

IPL 2025 Mega Auction: মেগা নিলামে পন্থ-রাহুলের ঝুলি ভরবে ২৫-৩০ কোটিতে, জোর গলায় বলছেন কে?
IPL 2025 Mega Auction: মেগা নিলামে পন্থ-রাহুলের ঝুলি ভরবে ২৫-৩০ কোটিতে, জোর গলায় বলছেন কে?
Image Credit source: X

Follow Us

কলকাতা: আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজি কোন কোন ক্রিকেটারকে নিয়ে পঁচিশের পরিকল্পনা করছে, তা পরিষ্কার হবে আজ। আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশ হলেই তা পরিষ্কার হয়ে যাবে। ক্রিকেট প্রেমীদের নজর আজ ১০ আইপিএল টিম কোন কোন ক্রিকেটারকে রিটেন করল সেদিকে। এর মাঝে ভারতীয় ক্রিকেট মহলে জোর আলোচনা চলছে ঋষভ পন্থ (Rishabh Pant), লোকেশ রাহুলকে (KL Rahul) নিয়ে। দেশের দুই উইকেটকিপার বছর শেষের মেগা নিলামে (IPL 2025 Mega Auction) উঠতে পারেন। জানা গিয়েছে, দিল্লি ক্যাপিটালস রিটেন করবে না পন্থকে। আর লোকেশ রাহুলও থাকছেন না লখনউতে। এই আবহে দেশের এক প্রাক্তন ক্রিকেটার জোর গলায় জানিয়েছেন, পন্থ-রাহুল মেগা নিলামে উঠলে তাঁদের উপর টাকার বৃষ্টি হবে।

দেশের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া, যিনি এখন ধারাভাষ্যের সঙ্গে যুক্ত নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘আইপিএল মেগা নিলামে ঋষভ পন্থ অনেক টাকা পাবে। সেই টাকার অঙ্কটা ২৫-৩০ কোটি অবধি উঠতে পারে। কেএল রাহুলের ক্ষেত্রেও বিষয়টা একই হতে পারে। এক উইকেটকিপার ব্যাটার প্রতি বছর ৫০০-৬০০ রান করে। আর কিছু মানুষজন তাঁর স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন তোলে।’

এই খবরটিও পড়ুন

আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশ হওয়ার দিন বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, ঋষভ পন্থকে নিতে আগ্রহী চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির খুব কাছের মানুষ পন্থ। সেই দিক থেকে একাধিক বার অতীতেও শোনা গিয়েছে পঁচিশের আইপিএলে সিএসকে জার্সিতে দেখা যেতে পারে পন্থকে। আর লোকেশ রাহুল মেগা নিলামে উঠলে তাঁকে টার্গেট করতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অতীতে রাহুল আরসিবির জার্সিতে খেলেছেন। ফলে রাহুলকে নিলামে যদি দলে টানতে পারে আরসিবি, তা হলে তাঁর ঘর ওয়াপসি হবে।

Next Article