AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rishabh Pant: ‘আলোর আভা দেখতে পাচ্ছি’, হেলথ আপডেট শেয়ার করলেন ঋষভ পন্থ

সম্প্রতি ঋষভ পন্থের শেয়ার করা ভিডিয়োতে তাঁকে দেখা গেল পায়ের জোর বাড়াতে। দ্রুত পুরোপুরি সুস্থ হতে চান পন্থ। অবশ্য এর মাঝে ক্রিকেট মহলে অনেকে বলাবলি শুরু করেছেন, পন্থের প্রতিপক্ষ হিসেবে ছাপ রাখা শুরু করেছেন আর এক তরুণ উইকেট কিপার ব্যাটার

Rishabh Pant: 'আলোর আভা দেখতে পাচ্ছি', হেলথ আপডেট শেয়ার করলেন ঋষভ পন্থ
Rishabh Pant: 'আলোর আভা দেখতে পাচ্ছি', হেলথ আপডেট শেয়ার করলেন ঋষভ পন্থ
| Edited By: | Updated on: Sep 04, 2023 | 7:05 PM
Share

বেঙ্গালুরু: এক ধাপ করে সুস্থতার পথে এগোচ্ছেন তিনি। অন্যদিকে ২২ গজে তাঁর প্রতিপক্ষ খাঁড়া! কথা হচ্ছে ভারতের তরুণ উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থকে (Rishabh Pant) নিয়ে। মৃত্যুমুখ থেকে ফিরে আসা পন্থ ক্রিকেটে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি এখন ঋষভ পন্থের ঘর-বাড়ি। মাঝে মাঝে সেখান থেকে নিজের হেলথ আপডেট দেন পন্থ। এ বারও দিলেন। সম্প্রতি তাঁর শেয়ার করা ভিডিয়োতে তাঁকে দেখা গেল পায়ের জোর বাড়াতে। দ্রুত পুরোপুরি সুস্থ হতে চান পন্থ। অবশ্য এর মাঝে ক্রিকেট মহলে অনেকে বলাবলি শুরু করেছেন, পন্থের প্রতিপক্ষ হিসেবে ছাপ রাখা শুরু করেছেন আর এক তরুণ উইকেট কিপার ব্যাটার, ঈশান কিষাণ (Ishan Kishan)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সোশ্যাল মিডিয়া সাইট X এ ঋষভ পন্থ নিজের একটি ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ঈশ্বরের কৃপায় অন্ধকারের মধ্যেও আলোর আভা দেখতে পাচ্ছি।’ ওই ভিডিয়োতে দেখা যায় পন্থের ডান হাঁটুতে বাঁধা রয়েছে একটি নীল রংয়ের নি-ক্যাপ।

এর আগে পন্থকে দেখা গিয়েছিল ট্রেনারের তত্ত্বাবধানে দৌঁড়াতে। আগের থেকে আরও অনেক সহজ ভাবে দৌঁড়াতে পারছেন ঋষভ।

ঋষভ পন্থ দ্রুত সুস্থ হয়ে উঠছেন ঠিকই, কিন্তু তাঁর সহজে মাঠে ফেরা হচ্ছে না। কারণ তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ বিসিসিআই। তিনি ম্যাচ খেলার মতো কবে ফিট হবেন, তা এখনও বলা যাচ্ছে না। এ বছর সম্ভবত ২২ গজে তাঁর কামব্যাক হবে না। যে ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন পন্থ, তারপর সুস্থ হতে তাঁর স্বাভাবিকভাবেই বেশি সময় লাগছে। তাঁর অনুপস্থিতিতে ভারতীয় দলে কিপিংয়ের দায়িত্ব সামলেছেন কখনও সঞ্জু স্যামসন। কখনও ঈশান কিষাণ। টেস্টে আবার ভারতের হয়ে উইকেট কিপিং করতে দেখা গিয়েছিল কোনা শ্রীকর ভরতকে। তাঁদের মধ্যে ঈশান কিষাণই উইকেট কিপার হিসেবে ছাপ রেখেছেন। শুধু তাই নয়, ঈশান ব্যাট হাতেও ভারতকে ভরসা দিচ্ছেন দলকে। তাই ক্রিকেট মহলে অনেকেই বলাবলি করছেন পন্থের প্রতিপক্ষ হিসেবে নিজেকে তৈরি করে ফেলেছেন ঈশান কিষাণ।