Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025: MI-কে হারিয়ে দিগ্বেশকে উদ্ধার করতে এগিয়ে এলেন ঋষভ, তারপর…

Watch Video: পন্থ নিজে রান না পেলেও দলের জয়ে খুশি। ম্যাচের শেষে দলের তরুণ বোলার দিগ্বেশকে সাহায্যও করতে দেখা গিয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। যা নিয়ে হচ্ছে আলোচনা।

IPL 2025: MI-কে হারিয়ে দিগ্বেশকে উদ্ধার করতে এগিয়ে এলেন ঋষভ, তারপর...
MI-কে হারিয়ে দিগ্বেশকে উদ্ধার করতে এগিয়ে এলেন ঋষভ, তারপর...Image Credit source: PTI, X
Follow Us:
| Updated on: Apr 05, 2025 | 1:58 PM

কলকাতা: পকেটে ২৭ কোটি টাকা। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ও ক্যাপ্টেন। ১৮তম আইপিএলে তাঁরই রানের ঝুলিতে মাত্র ১৯! খেলেছেন ৪ ম্যাচ। লাইমলাইটে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। কবে তিনি ফর্মে ফিরবেন? প্রশ্ন তাঁর অনুরাগীদের। নিজের মনকেও হয়তো এটাই জিজ্ঞাসা করছেন রুরকির ছেলে। পন্থ নিজে রান না পেলেও দলের জয়ে খুশি। ম্যাচের শেষে দলের তরুণ বোলার দিগ্বেশকে সাহায্যও করতে দেখা গিয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।

পন্থ বরাবর সতীর্থদের সাহায্য করেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের শেষে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ইয়ান বিশপ লখনউয়ের বোলার দিগ্বেশ সিংকে সম্প্রচারকারী চ্যানেলে কিছু বলার জন্য ডেকে নেন। দিগ্বেশ ইংরেজিতে কথা বলায় অতটা স্বচ্ছন্দ নন। যে কারণে পন্থকে দেখা যায় দোভাষীর ভূমিকায়।

এই খবরটিও পড়ুন

বল হাতে আক্রমণই দিগ্বেশের বেশি পছন্দের। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি যেভাবে বল করছি, তাতে খুশি। আমি বরাবর ব্যাটারদের বল হাতে আক্রমণ করতেই ভালোবাসি। উইকেট নেওয়ার চেষ্টা করি সব সময়।” কাকে দেখে বোলিংয়ের জন্য অনুপ্রেরণা পেয়েছেন দিগ্বেশ? এই প্রসঙ্গে তিনি বলেন, “সুনীল নারিনকে বল করতে দেখে ভীষণ অনুপ্রাণিত হয়েছিলাম। তখন থেকে আমার কাছে বোলিং আরও অনেক বেশি উপভোগ্য হয়ে উঠেছে। আমি মানসিকভাবে আগ্রাসী হওয়ার চেষ্টা করেছি নারিনের মতো। চাপের মুখেও নারিন ভীষণ শান্ত থাকতে পারেন। ওটা আমার খুব ভালো লাগে। সেটা রপ্ত করতে চাই।”

এই সব বলার পাশাপাশি দিগ্বেশ জানিয়েছেন, পন্থের পরামর্শ নিয়ে নমনের উইকেটটি পেয়েছিলেন তিনি। শেষে ইয়ান বিশপ লখনউ অধিনায়ককে জানান, তিনি যেন দিগ্বেশকে বলে দেন, তরুণ বোলার হিসেবে তাঁর পারফরম্যান্স নজর কাড়ছে। এবং তাঁর আরও উন্নতি দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। খোশমেজাজে থাকা পন্থ হাসতে হাসতে দিগ্বেশের পিঠ চাপড়ে বলেন, ‘বহত তাগড়া কিয়া।’ যার তর্জমা করলে দাঁড়ায়, তিনি ভালো পারফর্ম করেছেন। সকলেই পন্থের এই কাণ্ড দেখে হেসে গড়িয়ে পড়েছেন।

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।