কলকাতা: ভারতীয় টিমে এখন গৌতম গম্ভীরের (Gautam Gambhir) জমানা চলছে। টিম ইন্ডিয়া (Team India) টি-২০ বিশ্বকাপ জেতার পর, কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়েছে। ভারতের হেড কোচ হিসেবে শ্রীলঙ্কার সফরে প্রথম দায়িত্ব নেন গম্ভীর। তাঁর কোচিংয়ে ও সূর্যকুমার যাদবের নেতৃত্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ জেতে টিম ইন্ডিয়া। এরপর ওডিআই সিরিজ অবশ্য লঙ্কানদের কাছে হারে ভারত। এ বার গম্ভীরের প্রথম টেস্ট অ্যাসাইনমেন্ট পাওয়ার পালা। এ মাসেই দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ ভারতের। সেখানে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন ঋষভ পন্থ। টেস্টে (Test) দীর্ঘদিন খেলেননি তিনি। দলীপে ভালো পারফর্ম করে টেস্টে ফেরার আশায় রয়েছেন ঋষভ। তার আগে আপাতত তিনি জানিয়েছেন দ্রাবিড় ও গম্ভীরের কোচিংয়ে কী পার্থক্য রয়েছে।
রাহুল দ্রাবিড় ও গৌতম গম্ভীর দু’জনের কোচিং স্টাইল আলাদা। স্বাভাবিকভাবেই দলের ক্রিকেটাররও সেটাই মানেন। সম্প্রতি জিও সিনেমার সঙ্গে কথোপকথনের সময় রাহুল দ্রাবিড়ের কোচিংয়ের ধরন নিয়ে পন্থ বলেন, ‘আমি মনে করি রাহুল ভাই মানুষ হিসেবে এবং কোচ হিসেবে খুবই ব্যালেন্সড। আমরা একসঙ্গে ভালো ও খারাপ সময়ও কাটিয়েছি। ব্যক্তিবিশেষে অনেকটাই নির্ভর করে তিনি পজিটিভ নাকি নেগেটিভ ভাববেন।’
গৌতম গম্ভীরের কোচিংয়ের ধরন রাহুল দ্রাবিড়ের থেকে অন্যরকম। এই প্রসঙ্গে পন্থ বলেন, ‘গৌতি ভাই ভীষণ আগ্রাসী। ওর একটাই কথা, জিততে হবে। সঠিক ব্যালেন্স খুঁজে বের করতে হবে। এবং উন্নতি করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই সেরা অংশ।’
আগামী ৫ মাসে ভারত ১০টি টেস্ট ম্যাচ খেলবে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর ঘরের মাটিতে অক্টোবর-নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আর বছর শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট টিম। প্রতিপক্ষ নির্বিশেষে ভারতীয় ক্রিকেটারদের মনোভাব একই থাকে বলে জানিয়েছেন পন্থ। তিনি বলেন, ‘পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো এশিয়ান দেশগুলো এশিয়ার মতো পরিবেশে ভালো পারফর্ম করছে। কারণ এখান কার উইকেটের সঙ্গে তারা অভ্যস্ত। ভারতীয় ক্রিকেট টিমে আমাদের লক্ষ্য থাকে কী ভাবে উন্নতি করা যায়। প্রতিপক্ষ কে তা না ভেবে, আমরা প্রতিদিন ১০০ শতাংশ দিই।’