Rishabh Pant: নিলামে পাওয়া ২৭ কোটির পুরো টাকা পকেটে ঢুকবে না ঋষভ পন্থের, যাবে আরও এক অ্যাকাউন্টে

Nov 26, 2024 | 7:40 PM

LSG, IPL 2025: এ বারের মেগা নিলামে সবচেয়ে বেশি টাকার বৃষ্টি হয়েছে ঋষভ পন্থের উপর। এমনটাই প্রত্যাশিত ছিল। নিলামে ২৭ কোটি পেয়ে টুর্নামেন্টের সবচেয়ে দামি ক্রিকেটারের ট্যাগ পেয়েছেন পন্থ। জানা গিয়েছে, ওই টাকার পুরোটা তিনি পাবেন না। যা যাবে আরও এক অ্যাকাউন্টে।

Rishabh Pant: নিলামে পাওয়া ২৭ কোটির পুরো টাকা পকেটে ঢুকবে না ঋষভ পন্থের, যাবে আরও এক অ্যাকাউন্টে
Rishabh Pant: নিলামে পাওয়া ২৭ কোটির পুরো টাকা পকেটে ঢুকবে না ঋষভ পন্থের, যাবে আরও এক অ্যাকাউন্টে

Follow Us

কলকাতা: জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামে ২৭ কোটি দাম পেয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ভারতের উইকেটকিপার ব্যাটার যে এই নিলামে সবচেয়ে বেশি টাকা পেতে পারেন, তা নিয়ে বিগত কয়েকদিন ধরে আলোচনা হয়েছে। নিলামের সময় প্রত্যাশামতো হয়েছে সেটাই। ২৭ কোটি দাম পাওয়ার পর টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটারের ট্যাগ পেয়েছেন পন্থ। কিন্তু এই টাকার পুরোটা ঢুকবে না পন্থের পকেটে। তা যাবে আরও এক অন্য অ্যাকাউন্টে। অবাক হচ্ছেন? তা হলে বিষয়টা পরিষ্কার করা যাক।

লখনউ সুপার জায়ান্টসে ঋষভ পন্থের স্যালারি ঠিক কত?

মেগা নিলামে ২৭ কোটি টাকা দিয়ে ঋষভকে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। এই মেগা নিলাম থেকে প্রতি ফ্র্যাঞ্চাইজি তিন বছরের জন্য তাঁদের কেনা ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করেছে। এই তিন বছরের স্যালারি পন্থের ২৭ কোটি। পুরো টাকাটা তিনি পাবেন না। কারণ ভারত সরকারকে ৮.১ কোটি টাকা ট্যাক্স দিতে হবে পন্থকে। তাই তিনি লখনউতে তিন বছরে পাবেন ১৮.৯ কোটি টাকা।

ঋষভ পন্থ যদি আইপিএল চলাকালীন চোট পান, তা হলে তিনি পুরো টাকা পাবেন। কিন্তু যদি টুর্নামেন্টের আগে চোট পান এবং টুর্নামেন্টে খেলতে না পারেন, তা হলে তাঁর ফ্র্যাঞ্চাইজির পরিবর্ত হিসেবে দলে অন্য ক্রিকেটারকে নিতে পারবে। টুর্নামেন্টের আগে কোনও ক্রিকেটার চোট পেলে বিদেশি প্লেয়াররা কোনও টাকা পান না। আর যদি কোনও ভারতীয় ক্রিকেটার টিম ইন্ডিয়ার হয়ে খেলতে গিয়ে চোট পান আর তাই আইপিএল খেলতে না পারেন, তা হলে বিসিসিআইয়ের বিমা অনুযায়ী সেই ক্রিকেটার পুরো টাকা পাবেন। যদি কোনও ভারতীয় বা বিদেশি ক্রিকেটার তাঁর আইপিএল টিমের সঙ্গে পুরো টুর্নামেন্ট খেলার জন্য উপলব্ধ থাকে, কিন্তু একটি ম্যাচও খেলতে না পারেন তা হলেও তাঁকে পুরো স্যালারি দিতে হবে দলকে।

Next Article