Rohit Sharma: ‘ক্যাপ্টেন না হলে রোহিত…’ অজি ক্রিকেটারের অবাক দাবি!

Australian Cricketer On Rohit Sharma: রোহিতের নেতৃত্বে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও। বিরাটের পর নেতৃত্বের বদল হলেও আইসিসি ট্রফি খরা কাটেনি। এ বারের বিশ্বকাপেও বিশাল কিছু হবে বলে আশা করছেন না প্রাক্তন অজি ক্রিকেটার। রোহিতের পরিবর্ত কে হতে পারেন?

Rohit Sharma: 'ক্যাপ্টেন না হলে রোহিত...' অজি ক্রিকেটারের অবাক দাবি!
Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Sep 11, 2023 | 8:15 AM

মেলবোর্ন: গত বারের ওয়ান ডে বিশ্বকাপে স্টার পারফর্মার ছিলেন রোহিত শর্মা। এক বিশ্বকাপেই পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সীমিত ওভারের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ওপেনার রোহিত। গত চার বছরে মাত্র তিনটি সেঞ্চুরি এসেছে ওডিআই ফরম্যাটে। অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ব্যাটিংয়ে স্ট্রাইকরেট ভালো হলেও ব্যাটিং গড় সেই অর্থে নেই। এশিয়া কাপে প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে রান পাননি। তবে নেপাল এবং পাকিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী হাফসেঞ্চুরির ইনিংস। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার গ্রেগ ব্লিউয়িট অবশ্য মনে করেন, ক্যাপ্টেন না হলে সুযোগই পেতেন না রোহিত! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ওয়ান ডে ক্রিকেটে ১০ হাজার রানের খুব কাছে রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে ওডিআই ফরম্যাটে এশিয়া কাপ জিতেছে ভারত। ঘরের মাঠে বিশ্বকাপে। রোহিতের নেতৃত্বেই নামছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্লিউয়িট বলছেন, ‘ওয়ান ডে ক্রিকেটে ভারতের অধিনায়ককে নিয়ে আমি চিন্তিত। সত্যিই চিন্তিত। রোহিত সাফল্য দিতে পারছে না। এই ফরম্যাটে নেতৃত্ব নিয়ে ভারতের বোধ হয় ভাবা উচিত ছিল।’

রোহিতের নেতৃত্বে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও। বিরাটের পর নেতৃত্বের বদল হলেও আইসিসি ট্রফি খরা কাটেনি। এ বারের বিশ্বকাপেও বিশাল কিছু হবে বলে আশা করছেন না ব্লিউয়িট। বলেন, ‘পরিষ্কার দেখতে পাচ্ছি, ভারত উল্টো পথে হাঁটছে। ভারত বিশ্বকাপে শুরুটা ভালোই করে। কিন্তু তারপর…। রোহিতও কোনও পার্থক্য গড়ে দিতে পারবে বলে মনে হয় না।’

রোহিতের পরিবর্ত কে হতে পারেন? ব্লিউয়িট মনে করেন, শুধু নেতৃত্ব নয়, দলেই থাকার কথা নয় রোহিতের। প্রাক্তন অজি ক্রিকেটারের মতে, ‘নেতা হিসেবে বিরাটের যা দেওয়ার দিয়েছে। নেতৃত্বে ওকে আর ফেরানো ঠিক হবে না। কার অধিনায়ক হওয়া উচিত, সেটা নিয়েও মন্তব্য় করতে চাই না। এটুকু বলতে পারি, অধিনায়ক বলেই সুযোগ পাচ্ছে রোহিত।’