Rohit Sharma Test Career: সাদা জার্সিতে রোহিত-জমানার ইতি, ফিরে দেখা হিটম্যানের টেস্ট কেরিয়ার

Rohit Sharma Announces Retirement: বুধ-সন্ধেয় হঠাৎ করে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত। তাঁর এই আচমকা অবসরের সিদ্ধান্তে ক্রিকেট মহলে বলাবলি শুরু হয়েছে যে, চাপের মুখে পড়েই টেস্ট ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ালেন রোহিত।

Rohit Sharma Test Career: সাদা জার্সিতে রোহিত-জমানার ইতি, ফিরে দেখা হিটম্যানের টেস্ট কেরিয়ার
ফিরে দেখা রোহিতের টেস্ট কেরিয়ার Image Credit source: Gareth Copley/Getty Images

May 07, 2025 | 8:26 PM

কলকাতা: সাদা জার্সির উপর বিসিসিআইয়ের লোগো দেওয়া ব্লেজ়ার চাপিয়ে আর টস করতে নামবেন না রোহিত শর্মা (Rohit Sharma)। হঠাৎ করে রোহিত হয়ে গেলেন দেশের প্রাক্তন টেস্ট অধিনায়ক! এ বার ভারতীয় টেস্ট ক্রিকেটে রোহিত-যুগের অবসান। কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল যে, এ বার রোহিত শর্মাকে আর হয়তো ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে দেখা যাবে না। উঠে আসছিল তাঁর অবসরের কথাও। বুধ-সন্ধেয় হঠাৎ করে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত। তাঁর এই আচমকা অবসরের সিদ্ধান্তে ক্রিকেট মহলে বলাবলি শুরু হয়েছে যে, চাপের মুখে পড়েই টেস্ট ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ালেন রোহিত। এই পরিস্থিতিতে এক ঝলকে দেখে নিন টেস্টে কেমন ছিল রোহিতের কেরিয়ার।

টেস্ট ক্রিকেটে রোহিতের পথচলা শুরু ক্রিকেটের নন্দনকাননে। ২০১৩ সালের ৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমবার ভারতের সাদা জার্সি গায়ে খেলতে নেমেছিলেন রোহিত। টেস্ট ডেবিউ ম্যাচে ৩০১ বলে ১৭৭ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছিলেন রোহিত। হয়েছিলেন ম্যাচের সেরাও। এরপর দেশের হয়ে খেলেছেন আরও ৬৬টা টেস্ট। মোট ৬৭টি টেস্টে রোহিত করেছেন ৪৩০১ রান। সর্বাধিক ২১২ রান। সেই ইনিংস আজও ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে স্মরণীয়। 

ফিরে দেখা রোহিতের টেস্ট কেরিয়ারের ২১২ রানের স্মরণীয় ইনিংস —

রাঁচিতে বিরাট কোহলির নেতৃত্বে ভারত সে বার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছিল। সিরিজের তৃতীয় টেস্টে ধোনির শহর রাঁচিতে ঝড় তুলেছিলেন হিটম্যান। ২১২ রানের বিধ্বংসী ইনিংস। ছিল ২৮টি বাউন্ডারি আর ৬টি ছয়। সেই ম্যাচেও সেরার পুরস্কার রোহিতই পেয়েছিলেন। 

বিরাট কোহলি ভারতের টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার পর ২০২২ সালের ফেব্রুয়ারিতে টিম ইন্ডিয়ার টেস্ট দলের নেতৃত্ব যায় রোহিত শর্মার কাঁধে। তারপর ২৪টি টেস্টে টিম ইন্ডিয়ার হয়ে নেতৃত্ব দিয়েছেন রোহিত। তাতে ১২টি ম্যাচ জিতেছে ভারত। টিম ইন্ডিয়ার অন্যতম সফল ১০ অধিনায়কের তালিকায় রয়েছেন রোহিত। ভারতের হয়ে টেস্টে ১২টি সেঞ্চুরি করেছেন রোহিত। সেই সঙ্গে রয়েছে ১৮টি হাফসেঞ্চুরিও। টি-২০ ও ওডিআইতে রোহিতের ব্যাট যতটা উজ্জ্বল, সেই তুলনায় টেস্টে উজ্জ্বলতা খানিক কম। 

ইন্সটা স্টোরিতে নিজের অবসরের কথা জানিয়েছেন রোহিত। তিনি নিজের বিবৃতিতে লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সম্মানের ব্যাপার। বছরের পর বছর ধরে পাশে থাকা এবং সমর্থন করার জন্য সকলকে ধন্যবাদ। আমি দেশের হয়ে ওডিআইতে খেলা চালিয়ে যাব।’

বর্তমানে আইপিএলে ব্যস্ত রোহিত। আইপিএল শেষ হওয়ার পর জুনে ইংল্যান্ড সফর ভারতের। তার আগেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন রোহিত শর্মা। শোনা গিয়েছিল, তাঁকে আর ক্যাপ্টেন হিসেবে চাইছিলেন না নির্বাচকরা। টিমে জায়গা পাবেন কিনা, তা নিয়েও ছিল সংশয়। রোহিত এত অঙ্কের মধ্যে দিয়ে গেলেন না। টেস্ট থেকে অবসর নিয়ে নিলেন। টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই। তবে ওয়ান ডে-তে খেলা চালিয়ে যাবেন।