Rohit Sharma: ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করতে হবে, রোহিতকে ডেডলাইন দিল বিসিসিআই!

BCCI to Rohit Sharma: ভারতীয় টিম নিয়ে পরিষ্কার ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে চায় বোর্ড। বিসিসিআই তাই কোনও রাখঢাক না করেই রোহিতের কাছে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চেয়েছে।

Rohit Sharma: ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করতে হবে, রোহিতকে ডেডলাইন দিল বিসিসিআই!
ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করতে হবে, রোহিতকে ডেডলাইন দিল বিসিসিআই! Image Credit source: PTI FILE
Follow Us:
| Updated on: Feb 05, 2025 | 2:43 PM

কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফিই কি রোহিত শর্মার (Rohit Sharma) ভারত অধিনায়ক হিসেবে শেষ অ্যাসাইনমেন্ট? বর্ডার গাভাসকর ট্রফিতে টিম ইন্ডিয়া হারার পর থেকে রোহিতের নেতৃত্ব, ফর্ম নিয়ে নানা আলোচনা হচ্ছে। ভারতীয় ক্রিকেট মহলে এও আলোচনা হচ্ছে যে আর কতদিন খেলবেন রোহিত শর্মা? ভারতীয় টিম নিয়ে পরিষ্কার ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে চায় বোর্ড। বিসিসিআই তাই কোনও রাখঢাক না করেই রোহিতের কাছে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চেয়েছে।

এ বারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরই রোহিত শর্মার সঙ্গে বোর্ডের কর্তারা এবং নির্বাচন কমিটি বৈঠক করবে। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী তেমনটাই জানা গিয়েছে। এ বার দ্রুত গতিতে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের জন্য পরিকল্পনা করতে চাইছে বোর্ড। এবং টেস্ট ক্রিকেটেও একটি ট্রানজিশন পিরিয়ডের প্রক্রিয়া চালু করতে চাইছে বিসিসিআই। এই দুই ফর্ম্যাটে এক স্থায়ী অধিনায়কের ভাবনাও চলছে বোর্ডের অন্দরে।

এ বছরের এপ্রিলে রোহিতের বয়স হবে ৩৮। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় হতে চলা ওডিআই বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০। শেষ চার মাস টেস্টে হিটম্যানের ব্যাট হিটের ধারেকাছেও যায়নি। আর তিনি ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের পর থেকে এই ফর্ম্যাটে খেলেননি। এ বার দেখার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে কেমন পারফর্ম করেন রোহিত।

এই খবরটিও পড়ুন

সময় এসেছে বোর্ডের কাছে রোহিতের ভবিষ্যৎ পরিকল্পনা পরিষ্কার করার। বোর্ডের এক সূত্র এই প্রসঙ্গে বলেছেন, ‘নির্বাচক এবং বোর্ডের কর্তারা শেষ মিটিংয়ের সময় রোহিতের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছিল। ওকে বলা হয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা পরিষ্কার করতে হবে। পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র এবং ওডিআই বিশ্বকাপ নিয়ে টিম ম্যানেজমেন্টের একটা ভাবনাচিন্তা রয়েছে। একটা মসৃণ বদলের পথে সকলে যেন ঠিকমতে এগিয়ে যেতে পারে সেটাই দেখতে চাইছে বোর্ড।’

রোহিতকে নিয়ে একদিকে বোর্ডের চিন্তা যখন বাড়ছে বিরাট কোহলিকে নিয়েও আলোচনা হচ্ছে। তবে তাঁকে নিয়ে চিন্তা কিছুটা কম বোর্ডের। কারণ কোহলি যথেষ্ট ফিট। টেস্ট ক্রিকেটে তাঁর ফর্ম খারাপ চললেও তাঁকে নিয়ে এখনও বেশি ভাবছে না বোর্ড। কারণ ওডিআইতে কোহলির ফর্ম নিয়ে চিন্তা নেই বিসিসিআইয়ের।