AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: ওডিআইতে রোহিত-রাজ! আফ্রিদির বিশ্বরেকর্ড ভাঙলেন হিটম্যান

India vs South Africa, 1st ODI: অস্ট্রেলিয়া সফরের পর আবার ওডিআইতে ফিরলেন রোহিত শর্মা। যশস্বী জয়সওয়ালের সঙ্গে রাঁচিতে ওপেনিংয়ে নেমে ৫১ বলে ৫৭ করেন রোহিত। এই ইনিংস তিনি সাজান ৫টি চার ও ৩টি ছয় দিয়ে।

Rohit Sharma: ওডিআইতে রোহিত-রাজ! আফ্রিদির বিশ্বরেকর্ড ভাঙলেন হিটম্যান
ওডিআইতে রোহিত-রাজ! আফ্রিদির বিশ্বরেকর্ড ভাঙলেন হিটম্যানImage Credit: BCCI
| Updated on: Nov 30, 2025 | 3:47 PM
Share

কলকাতা: প্রায় ১০ মাস পর ভারতের মাটিতে খেলছেন রোহিত শর্মা (Rohit Sharma)। হাঁকিয়েছেন হাফসেঞ্চুরি, সেইসঙ্গে গড়েছেন বিশ্বরেকর্ডও। অস্ট্রেলিয়া সফরের পর আবার ওডিআইতে (ODI) ফিরলেন রোহিত। যশস্বী জয়সওয়ালের সঙ্গে রাঁচিতে ওপেনিংয়ে নেমে ৫১ বলে ৫৭ করেন রোহিত। এই ইনিংস তিনি সাজান ৫টি চার ও ৩টি ছয় দিয়ে। আর এই তিন ছয়ের সুবাদেই শাহিদ আফ্রিদির রেকর্ড ভেঙে দিয়েছেন হিটম্যান।

ওডিআইতে রোহিত-রাজ!

আইসিসি ওডিআই ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন ভারতের স্টার ওপেনার রোহিত শর্মা। তিনি যে ওডিআইতে সেরা, তা ফের একবার প্রমাণ করলেন রাঁচিতে। ওডিআইতে রোহিত শর্মার নামের পাশে এখন জ্বলজ্বল করছে ৩৫২টি ছয়। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন প্রাক্তন পাক তারকা শাহিদ আফ্রিদি। তাঁর নামে ওডিআইতে আছে ৩৫১টি ছয়।

ভারতের জার্সিতে নতুন রেকর্ড কোহলি-রোহিত জুটির

রাঁচিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটি ভারতীয় ক্রিকেটে এক নতুন ইতিহাস সৃষ্টি করল। এই ম্যাচটি ছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মার একসঙ্গে খেলা ৩৯২তম আন্তর্জাতিক ম্যাচ। এর মাধ্যমে এই জুটি সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়ের গড়া পুরনো রেকর্ড ভেঙে দিল। এর আগে সচিন এবং দ্রাবিড় জুটি ভারতীয় দলের হয়ে মোট ৩৯১টি আন্তর্জাতিক ম্যাচে একসঙ্গে খেলেছিলেন। কোহলি-রোহিত জুটি এ বার সেই সংখ্যাকে ছাপিয়ে গিয়ে দেশের জার্সিতে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়লেন। দ্বিতীয় উইকেটে ১০৯ বলে ১৩৬ রানের পার্টনারশিপ গড়েন রোহিত-বিরাট। ২২তম ওভারে গিয়ে মার্কো জ্যানসেন তুলে নেন রোহিতের উইকেট।