Rohit Sharma: ঠিক যেন মেলবোর্নের মতো, রোহিত শর্মার রঞ্জি কামব্যাক ‘ফিনিশ’ ১৯ বলেই!
Ranji Trophy 2024-25: দীর্ঘ ১০ বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরলেন রোহিত শর্মা। রঞ্জি ট্রফিতে তিনি শেষ বার খেলেছিলেন উত্তরপ্রদেশের বিরুদ্ধে, ২০১৫ সালে। এ বার তিনি জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ফিরলেন রঞ্জিতে। তবে তাঁর কামব্যাক অবশ্য রঙিন হয়ে রইল না।
কলকাতা: যখন তিনি মাঠে নামলেন হাউসফুল গ্যালারি থেকে উপচে পড়ল হাততালি। চারিদিকে তাঁর নামে স্লোগান। এমন দৃশ্য যে রঞ্জি ট্রফির (Ranji Trophy) মুম্বই বনাম জম্মু ও কাশ্মীর ম্যাচে দেখা যাবে তা অনেকেই কল্পনা করেছিলেন। আর বৃহস্পতিবার সকালে হয়েছেও সেটাই। প্রায় এক দশক পর রঞ্জি ট্রফিতে ফিরলেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেই ২০১৫ সালে শেষ বার রঞ্জি ট্রফিতে তিনি খেলেছিলেন উত্তরপ্রদেশের বিরুদ্ধে। এ বার অবশ্য তাঁর রঞ্জিতে কামব্যাক রঙিন হল না।
মুম্বইয়ের বিকেসি গ্রাউন্ডে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে যেভাবে আউট হলেন রোহিত, তাতে অনেকের বক্সিং ডে টেস্টের কথা মনে পড়তে পারে। মেলবোর্নে অফ স্টাম্পের একটু বাইরের বল তুলে মিড উইকেটে মারতে চেয়েছিলেন। কোমরের উচ্চতার বল তুলে লেগ সাইডে মারতে গিয়েছিলেন। ব্যাটের কোনায় লেগেছিল বক্সিং ডে টেস্টে। জম্মু ও কাশ্মীরের বোলার মীর পর পর ২টো মেডেন ওভার করেন। সেটা হয়তো রোহিতের গায়ে লেগে যায়। পরের ওভারে তাই রোহিত পিক আপ শট খেলতে গিয়েছিলেন। ব্যাটের কানায় লাগে এবং রোহিত আউট হন।
এই খবরটিও পড়ুন
জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ওপেনিংয়ে নামেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ১৯ বলে মাত্র ৩ রান করেন রোহিত। তাঁর পাশাপাশি ৮ বলে মাত্র ৫ রান করে মাঠ ছাড়েন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। গত কয়েকদিন ধরে নেটে রোহিত ও যশস্বী ভালো অনুশীলন করছিলেন। তাঁদের থেকে যে কারণে অনেকের প্রত্যাশাও ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারলেন না।
💔💔#RanjiTrophypic.twitter.com/3Ane9axB7X
— 𝑺𝒉𝒆𝒃𝒂𝒔 (@Shebas_10dulkar) January 23, 2025
যেহেতু চার দিনের ম্যাচ ফলে রোহিত আর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পাবেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। আবার সুযোগ পেলেও হতে পারে অল্প সময় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেন রোহিত। এদিকে আবার রোহিত, যশস্বী সুযোগ পাওয়ায় মুম্বইয়ের তরুণ ক্রিকেটার আয়ুষ মাহত্রেকে বসাতে হয়েছে। এই মরসুমে ভালো খেলছিলেন তিনি। মনে মনে আয়ুষ হয়তো ভাবছেন রোহিতের মতো তারকার জন্য তাঁকে একাদশ থেকে বাদ পড়তে হল। এ বার দেখার দ্বিতীয় ইনিংসে রোহিত সুযোগ পেলে মান রাখতে পারেন কিনা।