Rohit Sharma: ইংল্যান্ড সফরে ভারতের ক্যাপ্টেন বদলাবে, নাকি টেস্টে রোহিত শর্মাতেই আস্থা বোর্ডের?

Team India: ১৮তম আইপিএল শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট টিম ইংল্যান্ডে যাবে টেস্ট সিরিজ খেলতে। সেখানে রোহিত কি ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন?

Rohit Sharma: ইংল্যান্ড সফরে ভারতের ক্যাপ্টেন বদলাবে, নাকি টেস্টে রোহিত শর্মাতেই আস্থা বোর্ডের?
টেস্টে রোহিত শর্মাই কি থাকবেন ভারতের অধিনায়ক?Image Credit source: X

Mar 15, 2025 | 11:46 AM

কলকাতা: সদ্য দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এ বার তাঁকে দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে, আইপিএলে (IPL)। টুর্নামেন্টের ঢাকে কাঠি পড়বে ২২ মার্চ। এরই মাঝে ভারতীয় টিমে রোহিতের ভূমিকা নিয়ে আলোচনা চলছে। এতদিন আলোচনা হচ্ছিল যে, চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারতীয় টিমের ক্যাপ্টেন আর রোহিত শর্মা থাকবেন কিনা। তিনি ভারতকে মিনি বিশ্বকাপ জেতার পর জানা যাচ্ছে এক ইতিবাচক খবর। আইপিএল শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট টিম ইংল্যান্ডে যাবে টেস্ট সিরিজ খেলতে। সেখানে রোহিত কি ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন?

ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, রোহিত শর্মাই থাকতে চলেছেন ভারতের টেস্ট টিমের অধিনায়ক। বোর্ডের পক্ষ থেকে ইংল্যান্ড সফরে ভারতের অধিনায়ক হিসেবে রোহিতকেই এগিয়ে রাখা হচ্ছে। এই প্রসঙ্গে বোর্ডের এক নিকট সূত্র বলেছেন, “ও কী করতে পারে, সেটা করে দেখিয়েছে। প্রত্যেক স্টেকহোল্ডাররা মনে করছেন ভারতীয় দলকে ইংল্যান্ড সফরে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য রোহিত। লাল বলের ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছেও প্রকাশ করেছে রোহিত।”

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে রোহিতের অবসর নিয়ে জল্পনা চলছিল। মিনি বিশ্বকাপ জয়ের পর যে কারণে, রোহিত শর্মা পরিষ্কার জানিয়ে দেন, এখনই অবসর নয়। তবে একইসঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা পরিষ্কার করেননি। তিনি বলেন, “বর্তমানে আমি ভালো খেলছি। এবং দলের সঙ্গে যেভাবে এগিয়ে চলেছি, তা বেশ উপভোগ করছি। ২০২৭ সাল অবধি তা চালিয়ে যেতে পারব কিনা, এখনই বলছি না। কারণ, সেটা হতে দেরি রয়েছে। তবে আমি সবদিক খোলা রাখতে চাই।”