AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: এক রুমে থাকায় অনীহা! রোহিতের মন্তব্যে শোরগোল…

রবি-রাতে ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে মরসুমের প্রথম জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তিনি আর মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নন। কিন্তু তাঁকে মনে-প্রাণে ক্যাপ্টেন ভাবার লোকের শেষ নেই। রোহিত এমনিতে ফুরফুরে মেজাজেই থাকেন। কিন্তু সম্প্রতি তাঁর এক মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। কী বলেছেন তিনি?

Rohit Sharma: এক রুমে থাকায় অনীহা! রোহিতের মন্তব্যে শোরগোল...
Rohit Sharma: এক রুমে থাকায় অনীহা! রোহিতের মন্তব্যে শোরগোল...Image Credit: X
| Updated on: Apr 08, 2024 | 12:14 AM
Share

কলকাতা: রোহিত শর্মা (Rohit Sharma) বেশ মিশুকে। সিনিয়র, জুনিয়র ভেদাভেদ করেন না ভারত অধিনায়ক। তাঁর অনুরাগীরা এই ব্যাপারে জানেন। বর্তমানে তিনি ব্যস্ত ১৭তম আইপিএলে (IPL)। রবি-রাতে ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে মরসুমের প্রথম জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তিনি আর মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নন। কিন্তু তাঁকে মনে-প্রাণে ক্যাপ্টেন ভাবার লোকের শেষ নেই। রোহিত এমনিতে ফুরফুরে মেজাজেই থাকেন। কিন্তু সম্প্রতি তাঁর এক মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। কী বলেছেন তিনি?

আসলে নেটফ্লিক্সে সম্প্রতি চালু হয়েছে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো। সেখানে দ্বিতীয় এপিসোডে এসেছিলেন ভারত অধিনায়ক, মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মা এবং কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ার। সেখানে ওই কমেডি শো এর মূল সঞ্চালক কপিল শর্মাকে হিটম্যান জানিয়েছেন তাঁর দুই সতীর্থর কথা। যাঁদের সঙ্গে তিনি কখনও রুমে শেয়ার করতে চান না। তাঁরা হলেন, শিখর ধাওয়ান ও ঋষভ পন্থ।

অতীতে ধাওয়ান ও পন্থের সঙ্গে লকার রুম শেয়ার করেছেন রোহিত শর্মা। তাঁর সেই অভিজ্ঞতা ভালো না হওয়ায় তিনি আর ভবিষ্যতে তাঁদের সঙ্গে রুম শেয়ার কথা ভাবেন না। রোহিত এই প্রসঙ্গে হাসতে হাসতে বলেন, ‘এখন টিমের সকলে আলাদা আলাদা রুম পায়। কিন্তু আমি যদি তাও কারও সঙ্গে রুম শেয়ার করার সুযোগ পাই, তা হলে দু’জনের সঙ্গে কোনও মতেই রুম শেয়ার করব না। ওরা হল – শিথর ধাওয়ান এবং ঋষভ পন্থ। ওরা দু’জন ভীষণ অগোছালো।’

এখানেই থেমে না থেকে রোহিত আরও বলেন, ‘ওদের রুমে সব সময় DND (ডু নট ডিস্টার্ব) দেওয়া থাকে। কারণ ওরা বেলা ১টা অবধি ঘুমোয়। হোটেলের হাউসকিপিং সদস্যরা সকালে রুম পরিষ্কার করতে আসে, তাই ওদের ঘুমে যাতে ব্যাঘাত না ঘটে তাই DND বোর্ড লাগিয়ে রাখতে হয়। যে কারণে ওদের রুম প্রায়শই অগোছালো থাকে। এক এক বার তিন-চার দিন অবধি রুম পরিষ্কার থাকে না। যার ফলে ওদের আশেপাশে যাঁরা থাকে তাঁদের সমস্যা হয়। তাই আমি মনে করি, ওদের সঙ্গে আমার রুম শেয়ার করা সম্ভব নয়।’