Rohit Sharma: অবশেষে সেঞ্চুরিতে প্রত্যাবর্তন, কী বলছেন রোহিত শর্মা?
India vs England ODI Series: ব্য়াটিং দেখে মনেই হচ্ছিল না এই ম্যাচের আগেও রানের খরা চলছিল। তাঁর দাপুটে ইনিংসে ৩০৫ রানের টার্গেটও ছোট। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজও নিশ্চিত করে নিয়েছে ভারত। কী বলছেন ক্যাপ্টেন?

সমালোচনার পর সমালোচনা। মুখে যদিও বলছিলেন, তিনি এসব নিয়ে ভাবছেন না। সত্যিই কি তাই? একটা সময় অস্বস্তি কাজ করেই। ক্যাপ্টেন খোদ রানে না থাকলে বাকিদের মনোবলেও ধাক্কা খায়। অবশেষে রানে ফিরলেন ক্য়াপ্টেন। তাও আবার বিধ্বংসী সেঞ্চুরিতে। ৯০ বলে ১১৯ রানের ইনিংস। ১২টি বাউন্ডারি ৭টি ছয়। শুভমন ও শ্রেয়সের সঙ্গে ম্যাচ জেতানো পার্টনারশিপও গড়েন। ব্য়াটিং দেখে মনেই হচ্ছিল না এই ম্যাচের আগেও রানের খরা চলছিল। তাঁর দাপুটে ইনিংসে ৩০৫ রানের টার্গেটও ছোট। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজও নিশ্চিত করে নিয়েছে ভারত। কী বলছেন ক্যাপ্টেন?
সিরিজ হেরে হতাশ হলেও চিন্তিত নন ইংল্য়ান্ড ক্য়াপ্টেন জস বাটলার। ৩০০ প্লাস স্কোর করেও ম্যাচ জিততে না পারা। নিজেদের দায়ী করা নয় বরং প্রতিপক্ষকেই কৃতিত্ব দিলেন জস বাটলার। হিটম্যানের প্রশংসায় বলেন, ‘রোহিতকে কৃতিত্ব দিতেই হবে। ওয়ান ডে-তে ও বরাবরই ভয়ঙ্কর। আরও একটা দুর্দান্ত ইনিংস খেলল। দুই ওপেনারই ভালো শুরু করেছে। ৩৫০ প্লাস স্কোর হলে হয়তো রেজাল্ট অন্য হত।’
ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আর কী, ইনিংসটা উপভোগ করেছি। কিছুটা রান করলাম। গুরুত্বপূর্ণ ম্যাচ, সিরিজ। কী ভাবে ব্য়াট করব, সেটা ছোট ছোট টার্গেট সেট করে নিয়েছিলাম। কোন পরিস্থিতিতে কেমন ব্যাটিং করতে হবে, সেই অনুযায়ী চেষ্টা করেছি। ওরা শরীর, উইকেট টার্গেট করেও বোলিং করেছে। সেগুলো কী ভাবে খেলব, সেটা নিয়েও ভেবেছি। শুরুতে শুভমন এবং এরপর শ্রেয়সের থেকে দুর্দান্ত সহযোগিতা পেয়েছি।’
শুভমনের সঙ্গে আরও একটা সেঞ্চুরি পার্টনারশিপ। শুনেই রোহিত বলেন, ‘এখানে কোনও মন্ত্র নেই। গিল ক্লাস প্লেয়ার। ওর সঙ্গে ব্যাটিং করতে ভালো লাগে। ও খুব ফোকাসড। ওর পরিসংখ্যানও তাই বলে। উল্টোদিক থেকে ওর ব্যাটিং দেখাটা উপভোগ্য।’ জয়ের জন্য় বোলারদের কৃতিত্ব দিতে ভুলছেন না। ক্যাপ্টেন বলেন, ‘মিডল ওভারে ভালো বোলিং হলে স্লগ ওভার নিয়ে বেশি ভাবতেই হয় না। আমাদের বোলাররা সেটাই করে গিয়েছে। নাগপুরেও এমনটা করেছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিশেষ কোনও পরিকল্পনা নেই। আগেও বলেছি, টিম হিসেবে আরও ভালো হতে চাই। প্রত্যেকের দায়িত্ব রয়েছে, সেটা যাতে ভালো ভাবে পালন করতে পারে, সেটাই আসল। আমরা সেটাই প্রত্যাশা করি।’





