IPL 2022: রিটেনশনে হায়েস্ট পেইড রোহিত, জাডেজা, ঋষভ

ক্রিকেটমহলের নজর এ বার আইপিএলের মেগা অকশনের দিকেই। এখন দেখার ওই মেগা নিলাম থেকে কোন দল আরও শক্তিশালী হয়ে উঠতে পারে।

IPL 2022: রিটেনশনে হায়েস্ট পেইড রোহিত, জাডেজা, ঋষভ
IPL 2022: রিটেনশনে হায়েস্ট পেইড রোহিত, জাডেজা, ঋষভ (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2021 | 12:23 PM

নয়াদিল্লি: আইপিএল (IPL) রিটেনশনে তিনজন ক্রিকেটার হায়েস্ট পেইড হলেন। রোহিত শর্মা (Rohit Sharma), ঋষভ পন্থ (Rishabh Pant), রবীন্দ্র জাদেজা ( Ravibdra Jadeja)। তিনজনেই পেলেন ১৬ কোটি টাকা করে। বিরাট কোহলি কে ১৫ কোটি টাকা রেখে দিল আরসিবি।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচবার আইপিএল জিতেছে রোহিত শর্মা। ক্যাপ্টেনকে ধরে রাখতে টাকার থলি নিয়ে নেমেছিল মুম্বই। গত আইপিএলে রোহিত ফর্মে না থাকলেও, তাঁর উপর আস্থা রাখল বাণিজ্যনগরী।

ইউটিলিটি ক্রিকেটার রবীন্দ্র জাডেজাকে ১৬ কোটি টাকা দিয়ে ডাকলো চেন্নাই সুপার কিংস। দীর্ঘদিন সিএসকের হয়ে দুরন্ত পারফর্ম করে চলেছেন জাড্ডু। বাঁহাতি অলরাউন্ডারকে রাখতে কোন কসুর করেনি সিএসকে।

ঋষভ পন্থও পেলেন ১৬ কোটি টাকা। দিল্লি ক্যাপিটালসের হয় গত মরসুমে ক্যাপ্টেন্সি করেছেন ঋষভ। তরুণ বিগ হিটারের উপরই আস্থা রাখল দিল্লি।

অন্যদিকে বিরাট কোহলিকে ১৫ কোটি টাকায় রেখে দিল আরসিবি। এই আইপিএলের মাঝপথে বিরাট ঘোষণা করেছিলেন, পরের আইপিএলে আর ক্যাপ্টেন্সি করবেন না। তবে বিরাটের পারফরম্যান্সের উপর ভিত্তি করেই তাঁকে চড়া দামে রেখে দিল বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। পরের মরসুমে আরসিবির হয় কে ক্যাপ্টেন্সি করেন সেদিকে নজর ক্রিকেটমহলের।

মোটের উপর দেখতে গেলে, চেন্নাই সুপার কিংস তাদের দলকে ধরে রেখেছে। ৪ জন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে রেখে দিয়েছে সিএসকে। ঋতুরাজ গায়কোয়াড় গত মরসুমে দুরন্ত পারফর্ম করেন। কমলা টুপিও জেতেন তিনি। একই সঙ্গে মইন আলিকে রেখে দিয়ে দলের শক্তি আরো বাড়াল চেন্নাই সুপার কিংস।

নতুন বছরের শুরুতেই আইপিএলের মেগা অকশন। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন যদিও সেই মেগা অকশনের দিনক্ষণ সঠিকভাবে জানতে পারলেন না। তবে ক্রিকেটমহলের নজর রয়েছে আইপিএলের সেই মেগা অকশনের দিকেই। এখন দেখার ওই মেগা নিলাম থেকে কোন দল আরও শক্তিশালী হয়ে উঠতে পারে।

আরও পড়ুন: IPL 2022: রাসেলকে রাখার যৌক্তিকতা খুঁজে পাচ্ছে না ক্রিকেটমহল

আরও পড়ুন: IPL Retention: আইপিএলে কোন টিম ধরে রাখল কাকে? কাদের ভরসায় সাফল্যের পথ খুঁজছে টিমগুলো? দেখে নিন একনজরে

আরও পড়ুন: IPL 2022: টিমের জন্য বেতন কমালেন বিরাট-ধোনি