Rohit Sharma: পরিকল্পনা ফাঁস হওয়ার ভয়েই… গোলাপি টেস্টের আগের ঘটনায় মুখ খুললেন রোহিত শর্মা
IND vs AUS: পারথ টেস্ট জিতে বর্ডার গাভাসকর ট্রফিতে এগিয়ে ছিল টিম ইন্ডিয়া। অ্যাডিলেড টেস্ট টিম ইন্ডিয়া হারার ফলে সিরিজে সমতা ফেরাল প্যাট কামিন্সের দল।
কলকাতা: গোলাপি টেস্টে লজ্জার হারের মুখ দেখল রোহিত ব্রিগেড। হাতে রয়েছে এখনও ৩টি ম্যাচ। সেগুলিতে জিততে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার জন্য ভারতের রাস্তা মসৃণ হবে। এ বার অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়ার (India vs Australia) দিন-রাতের টেস্ট শেষ হওয়ার পর রোহিত শর্মা মুখ খুলেছেন গোলাপি ম্যাচের আগে হওয়া এক ঘটনা নিয়ে। অ্যাডিলেড শুরু হওয়ার আগে এক সমস্যার মুখে পড়েছিল টিম ইন্ডিয়া। ভারতের নেট সেশনে উপচে পড়ছিল দর্শকদের ভিড়। অজি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ৩ ডিসেম্বর টিম ইন্ডিয়া নেটে যে অনুশীলন করেছিল, তা দেখতে প্রায় ৩ হাজার দর্শক এসেছিল। তাতে খুব সমস্যায় পড়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। মনঃসংযোগে ব্যাঘাত ঘটেছিল রোহিত-বিরাটদের। এরপরই ভারতের অনুশীলনে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞার কথা বলে বোর্ড। এ বিষয়ে কী বললেন ভারত অধিনায়ক?
অস্ট্রেলিয়ায় থাকা ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য বর্ডার-গাভাসকর ট্রফির বাকি ম্যাচগুলোর আগে ভারতের নেট সেশন দেখার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। রোহিতের মতে, এত দর্শকের ভিড় মানেই পরিকল্পনা ফাঁস হওয়ার সম্ভবনা থাকে। এই প্রসঙ্গে অ্যাডিলেড টেস্টের শেষে রোহিতকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘নেট সেশন অত্যন্ত ব্যক্তিগত হয়। আমি নেট সেশনে এই প্রথম বার এত দর্শক দেখলাম। যখন আমরা অনুশীলন করি, সেই সময় আমাদের যে কথোপকথন হয়, সেগুলো ব্যক্তিগত। আমাদের কথা যেন ওরা শুনতে না পায়, সেটাই চাই। অনেক পরিকল্পনা করি অনুশীলনের সময়।’
এরপর হাসতে হাসতে রোহিত বলেন, দর্শকদের উচিত ৫ দিনের টেস্ট দেখতে আসা। তাঁর কথায়, ‘নেটে আমরা যেখানে প্র্যাক্টিস করি, তার খুব কাছে দর্শকরা চলে আসছিল। অনেক কথা হচ্ছিল। ৫ দিনের টেস্ট ম্যাচ তো রয়েছে, ওরা সেখানে আসতে পারে আমাদের দেখার জন্য।’
এই খবরটিও পড়ুন
ভারতীয় ক্রিকেট প্রেমীরা নেট সেশনে রোহিত-বিরাট-ঋষভদের থেকে ছক্কা মারার আবদার করতে থাকেন। বোর্ডের এক নিকট সূত্র এর আগে সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছিল, ওই পরিস্থিতি সত্যিই চাপে ফেলে দিচ্ছিল ভারতীয় ক্রিকেটারদের। তাই বর্ডার-গাভাসকর ট্রফির বাকি ম্যাচগুলোর আগে রুদ্ধদ্বার অনুশীলনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।