Rohit Sharma: রোহিতের কথাতেই বুমরা-স্কাই-সূর্যদের এগিয়ে রাখল MI? হিটম্যান বললেন…
Watch Video: জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার পর চতুর্থ স্থানে রোহিতকে রিটেন করেছে মুম্বই। এমন সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে? মুম্বই ইন্ডিয়ান্সের শেয়ার করা এক ভিডিয়োতে তা নিজেই জানিয়েছেন রোহিত শর্মা।
কলকাতা: বিশ্বজয়ী অধিনায়ক তিনি। মুম্বই ইন্ডিয়ান্সকে জিতিয়েছেন পাঁচ-পাঁচটা আইপিএল (IPL)। সেই তিনিই কিনা মুম্বই ইন্ডিয়ান্সের চতুর্থ পছন্দের ক্রিকেটার! বিষয়টা অনেকের হজম হচ্ছিল না। জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার পর চতুর্থ স্থানে রোহিতকে রিটেন করেছে মুম্বই। এমন সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে? মুম্বই ইন্ডিয়ান্সের শেয়ার করা এক ভিডিয়োতে তা নিজেই জানিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর কথাতেই বুমরা-স্কাই-সূর্যদের এগিয়ে রাখল MI?
মুম্বই ইন্ডিয়ান্সের এক্স হ্যান্ডেলে শেয়ার করা এক ভিডিয়োতে হাসিমুখে রোহিত শর্মাকে বলতে শোনা যায়, ‘আবারও মুম্বই ইন্ডিয়ান্সের অংশ হতে পেরে দারুণ লাগছে। এখানে অনেক ক্রিকেট খেলেছি। আমি এখান থেকেই আমার ক্রিকেট কেরিয়ার শুরু করেছি। এই শহর তাই আমার কাছে খুব, খুব স্পেশাল। তাই এখানে থাকতে পেরে আমি খুশি। যখন একটা টিমের হয়ে দীর্ঘদিন খেলি, দলের সঙ্গে নানা স্মৃতি তৈরি হয়।’
এমআই রোহিতকে রিটেন করার পর তিনি দলের লড়াকু মানসিকতার কথা তুলে ধরেন। বলেন, ‘গত ২-৩টে মরসুম আমাদের খুব একটা ভালো কাটেনি। আমরা এ বার সেই ফলাফল বদলে দিতে বদ্ধপরিকর। একে অপরকে সাহায্য করব বলে ঠিক করেছি। আশা করছি আমরা বিষয়গুলো ঠিক করতে পারব। মুম্বই ইন্ডিয়ান্সের ট্রফি জেতার এক সমৃদ্ধ ইতিহাস রয়েছে। অনেক সময় অবিশ্বাস্যভাবে নানা ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। আর ওই ট্রফিটা পাওয়ার জন্যই দলের জার্সিটা সকলে গায়ে চাপায়। লক্ষ্য বলা যায় ওই ট্রফিটাই। এই দল কখনও হাল ছাড়ে না।’
হিটম্যানের মতে তাঁর জন্য ৪ নম্বর রিটেনশন স্পটটা এক্কেবারে পারফেক্ট। রোহিতের মনে হয়, তিনি যেহেতু দেশের হয়ে টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, তাই বাকি যে ক্রিকেটাররা দেশের হয়ে ওই ফর্ম্যাটে এখনও প্রতিনিধিত্ব করছেন তাঁদের অগ্রাধিকার পাওয়া উচিত। এই নিয়ে রোহিত বলেন, ‘আমি দেশের হয়ে এই ফর্ম্যাট থেকে যেহেতু অবসর নিয়েছি, তাই আমার মনে হয়েছে রিটেনশনের এই স্থানটা আমার জন্য এক্কেবারে সঠিক। যে ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করছে, তাদের অগ্রাধিকার পাওয়া উচিত। আমি এটাতেই বিশ্বাসী। আর আমি এটার জন্য খুশি।’
আসন্ন মেগা নিলাম নিয়ে জানাতে গিয়ে রোহিত বলেন, ‘একটা ফ্রেশ নিলাম মানে বরাবর কঠিন। মুম্বই ইন্ডিয়ান্স টিম বরাবর কোর গ্রুপ ধরে রাখতে চায়। নিলামটা ভালো হোক, এটাই চাই। এমন প্লেয়ারদের নিতে চাই, যাঁরা আমাদের জন্য ম্যাচ উইনারও হবে। তাঁরাও যেন মনে করে সঠিক পথে পা বাড়িয়েছে।’
🏆💭
📹 | Watch 𝐑𝐞𝐭𝐞𝐧𝐭𝐢𝐨𝐧 𝐃𝐢𝐚𝐫𝐢𝐞𝐬 ft. Rohit Sharma 🌍#MumbaiMeriJaan #MumbaiIndians pic.twitter.com/ovn5pZIREz
— Mumbai Indians (@mipaltan) October 31, 2024