Rohit Sharma: প্রত্যাশা কখনও শেষ হয় না… জীবন থেকে উপলব্ধি নিয়ে যা বলছেন রোহিত শর্মা

Watch Video: বর্তমানে রোহিত শর্মা ব্যস্ত ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) টেস্ট সিরিজে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহিত শর্মা (Rohit Sharma) ফ্যানেদের প্রত্যাশা নিয়ে নিজের মতামত জানিয়েছেন। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Rohit Sharma: প্রত্যাশা কখনও শেষ হয় না... জীবন থেকে উপলব্ধি নিয়ে যা বলছেন রোহিত শর্মা
Rohit Sharma: প্রত্যাশা কখনও শেষ হয় না... জীবন থেকে উপলব্ধি নিয়ে যা বলছেন রোহিত শর্মাImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Sep 29, 2024 | 3:19 PM

কলকাতা: ছোট হোক বা বড়, যে কোনও টুর্নামেন্টে জয়ই থাকে অংশ নেওয়া দলগুলোর লক্ষ্য। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বুঁনতে বুঁনতে প্রতিটা টিম বিভিন্ন বড় টুর্নামেন্ট ও সিরিজে খেলতে নামে। এ বছর টি-২০ বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। দীর্ঘদিন পর ভারতের আইসিসি ট্রফির খরা কাটায় মেন ইন ব্লু। গত বছরই ওডিআই বিশ্বকাপ জেতার সুযোগ ছিল ভারতের। কিন্তু দেশের মাটিতে একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় টিম ইন্ডিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহিত শর্মা (Rohit Sharma) ফ্যানেদের প্রত্যাশা নিয়ে নিজের মতামত জানিয়েছেন। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বর্তমানে অবশ্য রোহিত শর্মা ব্যস্ত ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহিত শর্মা বলেন, ‘শর্মাজির ছেলে… এমনটা আমি অনেকের মুখে শুনেছি। যখন আমরা একটা বিশ্বকাপ খেলতে যাই, তখন প্রত্যাশা থাকে। এবং একটা বিশ্বকাপ জিতলে সকলের প্রত্যাশা থাকে পরের বিশ্বকাপটাও জিতব। ফলে প্রত্যাশা কখনও শেষ হয় না। যদি আমরা একটা বিশ্বকাপ জিততে পারি, তা হলে পরের বিশ্বকাপ জেতার জন্য সকলে বলতে থাকবে। আর এতে কোনও ভুল নেই। মানুষ জীবনে বড় হতে চায়, একজন স্পোর্টসম্যান হিসেবে বড় হতে চাইলেও এই প্রত্যাশাগুলো থাকে।’

রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় টিমের দাপট সারা বিশ্বে আরও ছড়িয়েছে। বিরাট কোহলি টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন থাকাকালীনও ভারতীয় টিমকে অন্যান্য প্রতিপক্ষরা সমীহ করত। আর রোহিত জমানাতেও চলছে টিম ইন্ডিয়ার দাপট। হিটম্যান যে কোনও সিরিজ বা বড় টুর্নামেন্ট থাকলে দলের সকলের সঙ্গে আলাদা করে কথা বলেন। প্রতিটি ক্রিকেটারের শক্তি, দুর্বলতা নিয়ে আলাদা করে আলোচনা করেন। ভরসা দেন সকলকে। যে কারণে রোহিত সকলের প্রিয় অধিনায়ক।