Rohit Sharma: পন্থ বুদ্ধি খাটিয়েছিল… বার্বাডোজে ভারতের বিশ্বজয়ের দিনের অজানা গল্প ফাঁস করলেন রোহিত শর্মা

Oct 06, 2024 | 1:27 PM

Rohit Sharma on Rishabh Pant: ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থের বুদ্ধির প্রশংসা করে রোহিত শর্মা জানান, বিশ্বকাপ ফাইনালে একটা সময় ম্যাচের মোড় ঘোরানোর প্রয়োজন ছিল। সেই সময় বুদ্ধি খাটান পন্থ।

Rohit Sharma: পন্থ বুদ্ধি খাটিয়েছিল... বার্বাডোজে ভারতের বিশ্বজয়ের দিনের অজানা গল্প ফাঁস করলেন রোহিত শর্মা
Rohit Sharma: পন্থ বুদ্ধি খাটিয়েছিল... বার্বাডোজে ভারতের বিশ্বজয়ের দিনের অজানা গল্প ফাঁস করলেন রোহিত শর্মা
Image Credit source: Alex Davidson-ICC/ICC via Getty Images

Follow Us

কলকাতা: চব্বিশ সালটা শেষ হতে বাকি আর ২টো মাস। এ বছরটা ভারতীয় ক্রিকেট টিমের (Indian Cricket Team) জন্য বেশ লাকি। কারণ, এ বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-২০ বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় টিমের বিশ্বজয় নিয়ে মাঝে মাঝেই আলোচনা হয়। সূর্যকুমার যাদবের অসাধারণ ক্যাচ, হার্দিক পান্ডিয়া হিরোর মতো স্পেল এবং ভারতের ৭ রানে ম্যাচ জয় ও ট্রফি জয় নিয়ে যত আলোচনা হয়, ততটা আলোচনা হয়তো একেবারেই যথাযথ। ওই ফাইনাল ম্যাচের এক গল্প সকলের এতদিন অজানা ছিল। সম্প্রতি নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ এর দ্বিতীয় সিজনে অতিথি হিসেবে গিয়েছিলেন রোহিত। সেখানে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) ফাইনালের দিন ঋষভ পন্থের এক ঘটনার কথা উল্লেখ করেন হিটম্যান।

ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থের বুদ্ধির প্রশংসা করে রোহিত শর্মা জানান, বিশ্বকাপ ফাইনালে একটা সময় ম্যাচের মোড় ঘোরানোর প্রয়োজন ছিল। সেই সময় বুদ্ধি খাটান পন্থ। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘ওদের হাতে উইকেট ছিল। আমাদের চিন্তা বাড়ছিল। কিন্তু ক্যাপ্টেন হিসেবে আমি তো সেটা দলের বাকিদের বুঝতে দিতে পারি না। সেই সময় দক্ষিণ আফ্রিকার ২৪ বলে ২৬ রান প্রয়োজন ছিল। আর দেখি হঠাৎ করেই একটা বিরতি। ঋষভ পন্থ নিজের বুদ্ধি খাটায় আর খেলা আটকে দেয়। ও জানায় হাঁটুতে অল্প ব্যাথা অনুভব করছে। সেই সময় আমি ফিল্ড সাজাচ্ছিলাম আর দেখি ও মাটিতে বসে। আর ওর হাঁটুতে টেপ লাগাচ্ছে আমাদের ফিজিয়ো।’

রোহিত মনে করেন, ওই সময় প্রোটিয়া ক্রিকেটার হেনরিখ ক্লাসেন অপেক্ষা করছিলেন তাড়াতাড়ি ডেলিভারি দিক ভারতীয় বোলাররা। আর ক্ষণিকের জন্য খেলা থমকে গিয়ে ছন্দপতন হয়। রোহিত আরও বলেন, ‘ওই সময় যে কোনও ব্যাটার চায় যত তাড়াতাড়ি ডেলিভারি আসুক। আর সে নিজের ছন্দ ধরে রাখুক। আর আমাদের সেই ছন্দটাই ভাঙা দরকার ছিল। আমি ফিল্ডিং সেট করতে করতে বোলারদের সঙ্গে কথা বলছিলাম। দেখি পন্থ মাঠে বসে এবং সেখানে ফিজিয়ো। আর ক্লাসেন অপেক্ষা করছে কখন ম্যাচ শুরু হবে, তার। আমি বলছি না সেটাই আমাদের জয়ের অন্যতম কারণ। কিন্তু এটা হতেই পারে। পন্থ ওর বুদ্ধি খাটিয়ে ওই পরিস্থিতিটা আমাদের পক্ষে এনেছিল।’

Next Article