Rohit Sharma: ১২ হাজারির ক্লাবে রোহিত শর্মা, সামনে শুধুই বিরাট কোহলি!

MI, IPL 2025: চলতি আইপিএলে রোহিত শর্মা এখনও অবধি ৮ ম্যাচে ৮ ইনিংসে ২২৮ রান করেছেন। গড় ৩২.৫৭ এবং স্ট্রাইকরেট ১৫৪.০৫।

Rohit Sharma: ১২ হাজারির ক্লাবে রোহিত শর্মা, সামনে শুধুই বিরাট কোহলি!
১২ হাজারির ক্লাবে রোহিত শর্মা, সামনে শুধুই বিরাট কোহলি!Image Credit source: PTI

Apr 24, 2025 | 12:20 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে হাফসেঞ্চুরি প্লাস ইনিংস। সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে বুধ-রাতে রান তাড়া করে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। বিধ্বংসী ব্যাটিং করেছেন হিটম্যান রোহিত শর্মা (Rohit Sharma)। জয়ের দোরগোড়ায় যখন দল, সেই সময় আউট হন তিনি। এর মাঝেই অবশ্য অনন্য রেকর্ড গড়েছেন। যার ফলে ১২ হাজারির ক্লাবেও ঢুকে পড়েছেন।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে উপ্পলে ৭০ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেছেন রোহিত শর্মা। তাঁর এই ইনিংস সাজানো ছিল ৮টি চার ও ৩টি ছয় দিয়ে। এই ম্যাচেই টি-টোয়েন্টি ক্রিকেটে ১২ হাজার রানের মাইলস্টোনে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টিতে রানের নিরিখে রোহিতের সামনে শুধুই বিরাট কোহলি। টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিরাটের রয়েছে ১৩ হাজার ২০৮ রান। আর রোহিতের ১২ হাজার ৫৮ রান।

এ বারের আইপিএলে শুরুর দিকে রান পাচ্ছিলেন না রোহিত শর্মা। যেন ফর্ম হাতড়ে বেড়াচ্ছিলেন হিটম্যান। তাঁকে নিয়ে আলোচনাও কম হচ্ছিল না। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ থেকে রোহিতের ব্যাটে রান ফিরেছে। ধোনির দলের বিরুদ্ধে ৭৬ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন রোহিত। এরপর হায়দরাবাদের বিরুদ্ধে ৭০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। চলতি আইপিএলে রোহিত শর্মা এখনও অবধি ৮ ম্যাচে ৮ ইনিংসে ২২৮ রান করেছেন। গড় ৩২.৫৭ এবং স্ট্রাইকরেট ১৫৪.০৫।

উল্লেখ্য, চলতি আইপিএলে পরপর দুই ম্যাচে হাফসেঞ্চুরি করে মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুম ব্যাটিং অ্যাওয়ার্ড পেয়েছেন রোহিত শর্মা।