AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: ভিডিয়ো: ‘তোমায় খুব ভালোবাসি’, রোহিতকে দেখে উন্মত্ত হয়ে কী করলেন তরুণী?

Watch Video: রোহিত শর্মা কখনও তাঁর ভক্তদের নিরাশ করেন না। কেউ তাঁর সঙ্গে সেলফি তোলার আবদার নিয়ে আসলে, তাঁকে খালি হাতে ফেরান না ভারত অধিনায়ক। অটোগ্রাফ চাইলেও হাসিমুখে ভক্তদের দাবি মেটান।

Rohit Sharma: ভিডিয়ো: 'তোমায় খুব ভালোবাসি', রোহিতকে দেখে উন্মত্ত হয়ে কী করলেন তরুণী?
ভিডিয়ো: 'তোমায় খুব ভালোবাসি', রোহিতকে দেখে উন্মত্ত হয়ে কী করলেন তরুণী?Image Credit: PTI FILE
| Updated on: Oct 09, 2024 | 1:41 PM
Share

কলকাতা: ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) বসে থাকার পাত্র নন। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার পর কয়েকদিনের বিরতি কাটিয়ে রোহিত আবার ২২ গজে ফিরেছেন। মুম্বইয়ে অনুশীলনও শুরু করে দিয়েছেন হিটম্যান। দেশের মাটিতে অক্টোবরে ভারত-নিউজিল্যান্ড (IND vs NZ) টেস্ট। তার প্রস্তুতিই এ বার শুরু করে দিলেন রোহিত। তাঁর অনুশীলনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শুধু তাই নয়, বুধবার নেটদুনিয়ায় ঘুরছে রোহিতের আর এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, এক মহিলা ভক্তর মুখে চওড়া হাসি ফুটিয়েছেন রোহিত।

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, মুম্বইয়ের রাস্তায় নিজেই ব্লু রংয়ের লাক্সারি গাড়ি চালাচ্ছিলেন রোহিত শর্মা। ট্র্যাফিক সিগন্যালের কারণে রোহিতের গাড়ি রাস্তায় দাঁড়িয়ে ছিল। এরপর একজনকে বলতে শোনা যায়, ‘স্যার থ্যাঙ্ক ইউ স্যার। আজ ওর জন্মদিন।’ ভিডিয়োতে দেখা যায় রোহিতের এক মহিলা ভক্ত তাঁর গাড়ির পাশে গিয়ে দাঁড়ান। আর ভারত অধিনায়ক যেই জানতে পারেন, ওই মেয়েটির জন্মদিন, সঙ্গে সঙ্গে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। একইসঙ্গে তাঁর সঙ্গে হাত মেলান। খুশিতে আত্মহারা হয়ে যায় হিটম্যানের ওই মহিলা ফ্যান। এরপর আসতে আসতে গাড়ির কাচ তুলে নেন রোহিত। ওই ভিডিয়োটিতে প্রচুর লাইক, কমেন্ট পড়েছে।

রোহিত কখনও তাঁর ভক্তদের নিরাশ করেন না। কেউ তাঁর সঙ্গে সেলফি তোলার আবদার নিয়ে আসলে, তাঁকে খালি হাতে ফেরান না ভারত অধিনায়ক। অটোগ্রাফ চাইলেও হাসিমুখে ভক্তদের দাবি মেটান। মুম্বইয়ের রাস্তায় প্রায়ই তাঁকে গাড়ি নিয়ে দেখা যায়। আর সেই সময় যদি কোনও ভক্ত তাঁর সামনে আসেন, এবং ছবি তোলার আবদার করেন, তখনও রোহিত তা হাসিমুখে মেটান। তাঁর এই স্বভাবই অনেকের খুব পছন্দের। যে কারণে দিনে দিনে তিনি সকলের ভালোবাসার পাত্র হয়ে উঠেছেন।

এক ঝলকে দেখে নিন ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের জন্য রোহিতের প্রস্তুতির ভিডিয়ো—