India vs Bangladesh: উইনিং কম্বিনেশন ভাঙলেন না, কানপুরে শান্তদের ব্যাটিং চ্যালেঞ্জ দিলেন রোহিত

Sep 27, 2024 | 10:15 AM

IND vs BAN, 2nd Test: শুক্রবার সকাল ১০টায় ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত টস করতে যান। ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্টের টস জিতেছেন রোহিত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেন ভারতের ক্যাপ্টেন।

India vs Bangladesh: উইনিং কম্বিনেশন ভাঙলেন না, কানপুরে শান্তদের ব্যাটিং চ্যালেঞ্জ দিলেন রোহিত
India vs Bangladesh: উইনিং কম্বিনেশন ভাঙলেন না, কানপুরে শান্তদের ব্যাটিং চ্যালেঞ্জ দিলেন রোহিত
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: কানপুর টেস্টে ভিলেন হয়ে যাবে কি আবহাওয়া? প্রবল সম্ভবনা রয়েছে। শুক্র-সকালে মাঠ ভেজা থাকার কারণে কানপুর টেস্টে টসে দেরি হয়েছে। বিসিসিআইয়ের এক্স হ্যান্ডেলে সকাল ৮.৫৩ মিনিটে অফিসিয়ালি জানানো হয়, মাঠ ভেজা থাকার জন্য ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্টের টস দেরিতে হবে। এবং সকাল ৯.৩০ মিনিটে মাঠ পরিদর্শন হবে। এরপর সময় মতো মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। এবং বোর্ড জানিয়ে দেয় সকাল ১০টায় টস হবে। ম্যাচ শুরু হবে সকাল ১০.৩০। সেই মতো সকাল ১০টায় ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত টস করতে যান। ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্টের টস জিতলেন রোহিত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেন ভারতের ক্যাপ্টেন।

কানপুরে টসের পর রোহিত বলেন, ‘আমরা বোলিং করব। পিচ হালকা নরম দেখাচ্ছে। আমরা তিন সিমার দিয়ে কাজটা সহজ করতে চাই। হালকা ঘাস আছে। অন্যান্য সময় কানপুরে যেমন পিচ থাকে তেমনটা নয়।’ এরপরই রবি শাস্ত্রী ভারত অধিনায়ককে শেষ টেস্ট নিয়ে প্রশ্ন করলে রোহিত বলেন, ‘শেষ টেস্ট থেকে অনেক কিছুই পজিটিভ নেওয়ার আছে। আমরা চেন্নাইয়ে প্রথমে ভালো রান পাইনি। তারপর ঘুরে দাঁড়াই। এরপর বোলাররা ভালো পারফর্ম করে। আমরা প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলি। আমরা চ্যালেঞ্জের জন্য তৈরি। একই একাদশে খেলব।’

বাংলাদেশের অধিনায়ক শান্ত টসের পর বলেন, ‘আমি প্রথমে ব্যাটিং করতেই চাইছিলাম। আমাদের পেস বোলিং ইউনিট ভালো। শেষ ম্যাচে যেমন বোলিং করেছি, সেটা এই ম্যাচে ধরে রাখতে পারলে এই টেস্টেও ভালো পারফর্ম করতে পারি। এই ম্যাচে সব ব্যাটাররা আশা করছি রান পাবে।’ এরপরই শান্ত জানান, একাদশে ২টো বদল করেছে বাংলাদেশ। নাহিদ আর তাসকিনের বদলে আজ বাংলাদেশের একাদশে এসেছেন তাইজুল ইসলাম ও খালিদ আহমেদ।

ম্যাচ শুরুর আগে পিচ নিয়ে বলতে গিয়ে দেশের প্রাক্তন ক্রিকেটার আরপি সিং জানান, কানপুরে কালো মাটির পিচ। স্লো বাউন্স দেখা যাবে এই উইকেটে। ঘাস বেশি নেই। জোরে বোলাররা সাহায্য পেতে পারে। ব্যাটারদের জন্যও এই পিচ বেশ ভালো। বৃষ্টির কারণে উইকেটে হালকা আদ্রর্তা রয়েছে। এ বার দেখার কানপুর টেস্টের প্রথম দিন কতটা রোমাঞ্চকর ম্যাচ উপহার দিতে পারেন দুই দলের ক্রিকেটাররা।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ।

বাংলাদেশ একাদশ- শাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, খালিদ আহমেদ।

 

Next Article