চেন্নাই: রবিবার দুপুর। ভারতীয়দের উত্তেজনার পারদ তখন তুঙ্গে। চেন্নাইয়ের চিপকে তখন মুখোমুখি ভারত (India) ও অস্ট্রেলিয়া (Australia)। টস জিতে রোহিত শর্মার টিমের বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্যাট কামিন্স। ওই সিদ্ধান্তই কি তবে কাল হল? চিপকের পিচে পরে ব্যাট করতে বেগ পেতে হয়। ২০০ রান তাড়া করতে নেমে ভারতীয় ইনিংসেও বিপদের গন্ধ ছিল। কিন্তু গল্প বদলে দেওয়ার কারিগর হয়ে উঠলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। তা আরও একবার প্রমাণ করল মেন ইন ব্লু। অজিদের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে, বিশ্বকাপের (ICC World Cup 2023) শুভ সূচনা করে ফেলল টিম ইন্ডিয়া। দুরন্ত জয়ের পর দলের প্রশংসা শোনা গেল সচিন তেন্ডুলকরের মুখে। কী বলছেন তিনি? TV9 Bangla Sports-এর প্রতিবেদনে বিস্তারিত।
ভারতে ২০০ রানের টার্গেট দিয়ে শেষ হয় প্রথম ইনিংস। এর পরই ঘটে আসল বিপদ! রোহিতের সঙ্গে ওপেন করতে নামেন ঈশান কিষাণ। তবে শুরুতেই যত বিপত্তি। ২ রানের মাথায় ৩ উইকেট হারায় ভারত। শূন্যের হ্যাটট্রিক দিয়ে শুরু হওয়া ম্যাচের হাল ধরেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। ১৬৫ রানের পার্টনারশিপ করে ভারতের এই দাপুটে জয়ের নেপথ্য নায়ক তাঁরাই। ভারতের বোলিংও প্রশংসার দাবি রাখে। ‘জাডেজা শো’-এ কমতে থাকে অজিদের শক্তি। ভারতের জয়ের পর দলের প্রশংসা করতে ভোলেননি মাস্টার ব্লাস্টার। সামাজিক মাধ্যম X-এ তিনি লেখেন, “টস জিতে প্রথমে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সিদ্ধান্ত আমায় বেশ অবাক করেছে। ভারতের বোলিং সত্যিই প্রশংসনীয়।”
এখানেই থেমে থাকেনি সচিন। উচ্ছ্বসিত হয়ে লিখেছেন, “অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়েছিল। কিন্তু এই ম্যাচে অজিদের একটা বাঁ-হাতি স্পিনারের দরকার ছিল। বিরাট ও রাহুল জুটি কামাল করেছে। বিশ্বকাপে দুর্দান্ত শুরুর জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানাই।” এক কথায় বিরাটদের পারফরম্যান্সে যে খুশি সচিন, তা স্পষ্ট তাঁর কথায়।
১২ বছর আগে ঘরের মাঠে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই টিমে ছিলেন সচিনও। ১২ বছর পর রোহিত শর্মার ভারত কিন্তু অস্ট্রেলিয়ার মতো টিমের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে মনোবল তুঙ্গে ভারতের।