AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sam Curran IPL 2025 Auction: মহাপতন! নিলামে নিজের দর দেখে ১৮ কোটির স্যাম কারানের মাথায় হাত

Sam Curran Auction Price: বিদেশি ক্রিকেটারদের মধ্যে অনেকেই আইপিএলে বছরের পর বছর ধরে ছাপ রেখেছেন। তা দরে হোক বা পারফরম্যান্সে। তেমনই এক ক্রিকেটার স্যাম কারান। ইংল্যান্ডের এই তরুণ অলরাউন্ডার আইপিএলের আঙিনায় পরিচিত নাম।

Sam Curran IPL 2025 Auction: মহাপতন! নিলামে নিজের দর দেখে ১৮ কোটির স্যাম কারানের মাথায় হাত
স্যাম কারান
| Updated on: Nov 26, 2024 | 4:14 PM
Share

কলকাতা: চিরদিন কাহারও সমান নাহি যায়! আইপিএল ঠারে ঠারে বুঝিয়ে দেয় এই পৃথিবী কতটা কঠিন। গত বছর যাঁর দাম উঠেছিল সাড়ে ১৮ কোটি, সেই তিনিই কিনা জলের দরে বিকোলেন। তাঁর নাম স্যাম কারান, নিলামে মেনে নিতেই কষ্ট হচ্ছিল। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারদের তালিকায় রাখা হয়। তবুও পঞ্জাবের হয়ে জাত চেনাতে পারেননি। ক্যাপ্টেন্সি মিলেছিল। হাতছাড়াও হয়ে যায়। সারা মরসুমে এক-আধটার বেশি ম্যাচও জেতাতে পারেননি। পঞ্জাব স্বভাবতই ছেড়ে দিয়েছে তাঁকে। ইংলিশ অলরাউন্ডার ২ কোটির বেস প্রাইসে নিলামে উঠেছিলেন। দিনের শেষে তাঁর রোজগার ১ কোটি ২০ লক্ষ। অর্থাৎ ৩ কোটি ২০ লক্ষ টাকা দাম পেলেন এ বার। এ দুঃখ চেন্নাইয়ে মেটাতে পারবেন? আইপিএলে আবার আলোয় ফিরতে হলে ধোনির টিমে আশ্চর্য কিছু করে দেখাতে হবে।  

বিদেশি ক্রিকেটারদের মধ্যে অনেকেই আইপিএলে বছরের পর বছর ধরে ছাপ রেখেছেন। তা দরে হোক বা পারফরম্যান্সে। তেমনই এক ক্রিকেটার স্যাম কারান। ইংল্যান্ডের এই তরুণ অলরাউন্ডার আইপিএলের আঙিনায় পরিচিত নাম। ভারতের এই কোটি কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে স্যাম তিনটে টিমের হয়ে খেলেছেন। শুরুটা হয়েছিল কিংস ইলেভেন পঞ্জাবে। সালটা ২০১৯। শেষ আইপিএলে তিনি ছিলেন পঞ্জাব কিংসে। অবশ্য মেগা নিলামের আগে তাঁকে প্রীতি জিন্টার দল রিটেন করেনি। তাই তিনি উঠেছিলেন নিজের ভাগ্যপরীক্ষায়। তাঁকে নেওয়ার জন্য নিলাম টেবলে লড়াই হল চেন্নাই, লখনউয়ের। 

২০১৯ সালের আইপিএলের নিলামে ৭.২ কোটি টাকায় স্যাম কারানকে টিমে নেয় কিংস ইলেভেন পঞ্জাব। সে বার তিনি পঞ্জাবের হয়ে ৯টি ম্যাচ খেলেন। ৯৫ রান করেন। আর আইপিএল ডেবিউ মরসুমে নিয়েছিলেন ১০টি উইকেট। এরপর ২০২০ সালের আইপিএলের নিলামের আগে পঞ্জাব ছেড়ে দেয় তাঁকে। এবং সে বার নিলামে তাঁকে কেনে চেন্নাই সুপার কিংস। দুটো মরসুম হলুদ জার্সিতে আইপিএলে খেলেন তিনি। এরপর ২০২৩ সালে কোচিতে হওয়া আইপিএলের নিলামে পঞ্জাব কিংস আবার ইংল্যান্ডের অলরাউন্ডারকে ১৮.৫০ কোটি টাকায় তুলে নেয়। দামের প্রতি পারফরম্যান্স দিয়ে শেষ ২টো মরসুমে পঞ্জাবের প্রতি স্যাম সুবিচার করতে পারেননি। ২০২৩ সালে তিনি ১৪টি আইপিএল ম্যাচে করেন ২৭৬ রান, নেন ১০ উইকেট। আর গত মরসুমে তিনি ১৩টি ম্যাচ খেলে করেন ২৭০ রান আর নেন ১৬টি উইকেট। 

এ বার চেন্নাই স্যাম কারানকে ৩ কোটি ২০ লাখ টাকায় টিমে টানল। তিনি এই জার্সিতে কেমন পারফর্ম করেন, সেদিকেই সকলের নজর থাকবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পাশাপাশি অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলেন স্যাম। তার মধ্যে দ্য হান্ড্রেডে তিনি খেলেন ওভাল ইনভিন্সিবেলসের হয়ে। আর এসএ২০ লিগে তিনি খেলেন এমআই কেপ টাউনের হয়ে।