Sameer Rizvi: ৮ দিনে ১৩৭*, ১৫৩, ২০১*, ২০২*! ২২ গজে ধামাকা ধোনির CSK-র প্রাক্তনীর
এক সপ্তাহও পেরোয়নি, চলতি পুরুষদের অনূর্ধ্ব-২৩ স্টেট এ ট্রফিতে দ্বিতীয় বার ডাবল সেঞ্চুরি হাঁকালেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তনী। চার দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার উত্তরপ্রদেশের এক তারকার ব্যাটে এল ডাবল সেঞ্চুরি।
কলকাতা: এক সপ্তাহও পেরোয়নি, চলতি পুরুষদের অনূর্ধ্ব-২৩ স্টেট এ ট্রফিতে দ্বিতীয় বার ডাবল সেঞ্চুরি হাঁকালেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তনী। মহেন্দ্র সিং ধোনির সিএসকে তাঁকে রিটেইন করেনি। ২০২৪ আইপিএলের নিলামে ৮.৪ কোটি টাকায় সমীর রিজভিকে (Sameer Rizvi) কিনেছিল সিএসকে (CSK)। এ বার জেড্ডায় হওয়া মেগা নিলামে ৯৫ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালস কিনেছে সমীরকে। সেই সমীরের ব্যাটে যে তাণ্ডব চলছে, তা দেখে কি হাত কামড়াচ্ছে সিএসকে?
গত আট দিনে উত্তরপ্রদেশের তারকা সমীর রিজভি করেছেন যথাক্রমে ১৩৭*, ১৫৩, ২০১*, ২০২* রান। বিদর্ভর বিরুদ্ধে মাত্র ১০৫ বলে ২০২ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন উত্তরপ্রদেশের ক্যাপ্টেন সমীর। ১৯২.৩৮ স্ট্রাইকরেটে ১০টি চার ও ১৮টি ছয় মেরেছেন ডান হাতি ব্যাটার। বরোদায় ওই ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৬ উইকেটে বিদর্ভ তুলেছিল ৪০৬ রান। ৫২ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় উত্তরপ্রদেশের।
এই খবরটিও পড়ুন
🚨 Record Alert
Uttar Pradesh captain Sameer Rizvi becomes the first batter to score two double centuries in the Men’s U23 State A Trophy 👏
201*(97) vs Tripura
202* (105) vs Vidarbha (Chased 407)
Watch 🎥 snippets of his 202* vs Vidarbha 🔽#U23StateATrophy | @IDFCFIRSTBank https://t.co/6MUCGEpE0U pic.twitter.com/kg1gAKRNJd
— BCCI Domestic (@BCCIdomestic) December 26, 2024
পুরুষদের অনূর্ধ্ব-২৩ স্টেট এ ট্রফিতে একুশ বছরের সমীর এই নিয়ে চতুর্থ সেঞ্চুরি হাঁকালেন। ছ’টি ইনিংসে সমীর ৭২৮ রান করেছেন। টুর্নামেন্টে এখনও অবধি তিনিই সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার। উত্তরপ্রদেশের হয়ে বিজয় হাজারে ট্রফিতে সুযোগ পাননি সমীর রিজভি। তাই তিনি খেলছেন অনূর্ধ্ব-২৩ এই প্রতিযোগিতায়। বিজয় হাজারেতে খেলার সুযোগ না পাওয়ার প্রতিবাদ কি এই টুর্নামেন্টে ব্যাট দিয়ে দিচ্ছেন সমীর? মুখে জবাব না দিয়ে হয়তো ব্যাটেই জবাব দিচ্ছেন উত্তরপ্রদেশের ছেলে।