ICC ODI World Cup 2023 Final: মোতেরার গ্যালারি মাতাতে হাজির বিরাট-রাহুলের ‘লেডি লাক’, বাদ নেই সারাও

Anushka Sharma: ভারতের সমর্থনে আমেদবাদ পৌঁছেছেন আরও একজন। তিনি সারা তেন্ডুলকর। ভারতীয় তারকা শুভমন গিলের সঙ্গে নাম জড়িয়েছে সারার। গিলের সমর্থনে বেশ কিছু ম্যাচে দেখা গিয়েছে সচিন কন্যাকে। গিল চার, ছয় মারলেই ক্যামেরা খুঁজে নেয় সারাকে। নেটিজেনদের কাছে শুভমন-সারা যেন এক মিষ্টি উপাখ্যান। প্রথম একদিনের বিশ্বকাপ ফাইনালে খেলবেন গিল। তাই তাঁর হয়ে গলা ফাটাতে আমেদাবাদে পৌঁছেছেন নেটিজেনদের 'সারা ভাবি।'

ICC ODI World Cup 2023 Final: মোতেরার গ্যালারি মাতাতে হাজির বিরাট-রাহুলের 'লেডি লাক', বাদ নেই সারাও
আমেদাবাদে অনুষ্কা, সারা ও আথিয়া
Follow Us:
| Edited By: | Updated on: Nov 19, 2023 | 12:37 PM

আমেদাবাদ: সেজে উঠেছে ব্যাটল গ্রাউন্ড মোতেরা। এক যুগ পর ভারতের সামনে বিশ্বকাপের (ICC ODI World Cup Final 2023)  হাতছানি। তৈরি গোটা দেশ। আজ, মোতেরার গ্যালারির ৯০ শতাংশ নীল জার্সির দখলে। যার মধ্যেই থাকবেন সারা তেন্ডুলকর (Sara Tendulkar) । ভালোবাসার মানুষের জন্য গলা ফাটাতে আমেদাবাদ পৌঁছেছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma) এবং আথিয়া শেট্টি। আমেদাবাদ (Ahmedabad) বিমানবন্দরে ধরা দিলেন অনুষ্কারা। কিন্তু কখন? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপ ফাইনালের সরাসরি আপডেট পেতে চান? তবে অবশ্যই ক্লিক করুন

আজ অঘোষিত ছুটি ভারতে। একটাই আশায় বুক বাঁধছে আসমুদ্র-হিমাচল,বিশ্বকাপ উঠুক ভারতের হাতে। মঞ্চ তৈরি। লড়াইয়ের জন্য প্রস্তুত মেন ইন ব্লু। আর তাঁদের হয়ে গলা ফাটাতে তৈরি কাছের তাঁদের কাছের মানুষেরা। ম্য়াচের দু’দিন আগেই আমেদাবাদ পৌঁছেছেন ভারতীয় উইকেটককিপার ব্যাটার লোকেশ রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি। এ বার আমেদাবাদে পা রাখলেন চেজ মাস্টারের স্ত্রী, অভিনেত্রী অনুষ্কা শর্মা। প্রাইভেট জেটে চেপে আমেদাবাদ পৌঁছন অনুষ্কা। বিরাটের ছায়াসঙ্গীা বলা চলে তাঁকে। সময়-অসময় সবেতেই বিরাটের হাত ধরে তিনি। এ বারও তার অন্যথা হবে না। স্ট্যান্ডে হাজির থাকবেন তাঁর ‘লেডি লাক’।

ভারতের সমর্থনে আমেদবাদ পৌঁছেছেন আরও একজন। তিনি সারা তেন্ডুলকর। ভারতীয় তারকা শুভমন গিলের সঙ্গে নাম জড়িয়েছে সারার। গিলের সমর্থনে বেশ কিছু ম্যাচে দেখা গিয়েছে সচিন কন্যাকে। গিল চার, ছয় মারলেই ক্যামেরা খুঁজে নেয় সারাকে। নেটিজেনদের কাছে শুভমন-সারা যেন এক মিষ্টি উপাখ্যান। প্রথম একদিনের বিশ্বকাপ ফাইনালে খেলবেন গিল। তাই তাঁর হয়ে গলা ফাটাতে আমেদাবাদে পৌঁছেছেন নেটিজেনদের ‘সারা ভাবি।’