AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sara Tendulkar: মানা করে দিয়েছেন শুভমন, সচিন-কন্যা সারা তেন্ডুলকরের নতুন ‘সিদ্ধান্ত’

Sachin Tendulkar's Daughter Sara: আবার শুভমনের সঙ্গে নাম জড়িয়েছে আর এক সারা অর্থাৎ সারা আলি খানের। তবে সদ্য শুভমন গিল একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি কোনও সারার সঙ্গেই সম্পর্কে ছিলেন না। শুভমন হাত তুলে নেওয়ার পরই কি সারা তেন্ডুলকরের এই নতুন সিদ্ধান্ত?

Sara Tendulkar: মানা করে দিয়েছেন শুভমন, সচিন-কন্যা সারা তেন্ডুলকরের নতুন 'সিদ্ধান্ত'
Image Credit: INSTAGRAM
| Updated on: May 04, 2025 | 10:57 PM
Share

গত কয়েক বছর ধরেই জোর আলোচনা চলছিল শুভমন গিল এবং সারা তেন্ডুলকরের সম্পর্ক নিয়ে। নানা ম্যাচেই দেখা গিয়েছে সচিন কন্যা সারা তেন্ডুলকরকে। ভারতীয় ক্রিকেটের প্রিন্স শুভমন গিলের সঙ্গে সম্পর্কে রয়েছেন, এমনটাও প্রকাশ্যে এসেছে। শুভমন গিল মাঠে নামলেই গ্যালারি থেকে স্লোগান উঠত, হামারি ভাবি ক্যায়সি হো, সারা ভাবি জ্যায়সি হো! আবার শুভমনের সঙ্গে নাম জড়িয়েছে আর এক সারা অর্থাৎ সারা আলি খানের। তবে সদ্য শুভমন গিল একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি কোনও সারার সঙ্গেই সম্পর্কে ছিলেন না। শুভমন হাত তুলে নেওয়ার পরই কি সারা তেন্ডুলকরের এই নতুন সিদ্ধান্ত?

সেলিব্রিটিদের লাইফ নিয়ে চর্চা হবে, এমনটাই প্রত্য়াশিত। তেমনই সচিন-কন্যা সারা তেন্ডুলকরকে নিয়েও। ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে জোর বিশ্বাস শুভমনের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। ওয়াংখেড়েতে ভারতীয় দলই হোক বা আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স, ম্যাচ থাকলে স্ট্যান্ডে দেখা যায় সারা তেন্ডুলকরকে। আর আইপিএল কিংবা জাতীয় দলের জার্সিতে শুভমন গিল ভালো খেললে সারার হাসিও চওড়া হয়। শুধু ওয়াংখেড়েই নয়, আরও অনেক মাঠেই দেখা গিয়েছে। এমনকি অস্ট্রেলিয়াতেও ম্যাচ দেখতে গিয়েছিলেন সারা। যদিও জল্পনা, নতুন সম্পর্কে জড়িয়েছেন সারা তেন্ডুলকর।

সারার পরিচয় এখন আর একমাত্র সচিন-কন্যা নয়। তিনি নিজের পরিচিতি গড়ে তোলার চেষ্টা করছেন। ই-গেমে ক্রিকেট টিমও কিনেছেন। ব্যবসায় মন দিয়েছেন সারা। তেমনই ব্যক্তিগত জীবনে বলিউড অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলেও জোর জল্পনা। এই সম্ভাবনা উড়িয়েও দেওয়া যায় না। সিদ্ধান্তের সঙ্গে নানা অনুষ্ঠানেই দেখা গিয়েছে সারাকে। ফিল্মফেয়ারের রিপোর্ট অনুয়ায়ী, বেশ কয়েকবার সারা ও বলিউড অভিনেতাকে একসঙ্গে দেখা গিয়েছে।

ফিল্মফেয়ারের আরও দাবি, সারা ও সিদ্ধান্ত আপাতত নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনতে নারাজ। সে কারণেই দেখা করাটাও সকলকে আড়ালে রেখেই। ইনস্টাগ্রামে পরস্পরকে ফলোও করেছেন সারা ও সিদ্ধান্ত। সেলিব্রিটিদের এই তথ্যগুলো যে অনেক বেশি চোখে পড়ার মতোই, এর মধ্যেও যে অনেক সূত্র লুকিয়ে থাকে, বলার অপেক্ষা রাখে না।