IND vs NZ: ক্রিজে হঠাৎ লম্ফঝম্ফ সরফরাজের, ড্রেসিংরুমে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন রোহিত
Watch Video: শতরানের দরজায় থাকালাকীন হঠাৎ করেই এক সময় ক্রিজে সরফরাজ খান লম্ফঝম্ফ করা শুরু করে দেন। যে সময় সরফরাজ ৯৪ রানে ছিলেন, ম্যাট হেনরি বোলিংয়ে আসেন। সরফরাজ বল পাঠান গালিতে। তারপর ঘটতে চলেছিল এক অঘটন। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের চতুর্থ দিন দুরন্ত সেঞ্চুরি করেছেন সরফরাজ খান (Sarfaraz Khan)। এই সেঞ্চুরি তাঁর অধরাই থেকে যেতে পারত। শতরানের দরজায় থাকালাকীন হঠাৎ করেই এক সময় ক্রিজে তিনি লম্ফঝম্ফ করা শুরু করে দেন। যে সময় সরফরাজ ৯৪ রানে ছিলেন, ম্যাট হেনরি বোলিংয়ে আসেন। সরফরাজ বল পাঠান গালিতে। এরপরই অপর প্রান্তে থাকা ঋষভ পন্থ (Rishabh Pant) ২ রান নেওয়ার চেষ্টা করেন। সেই সময় ঘটতে চলেছিল এক অঘটন। তা আঁচ করে ক্রিজেই হঠাৎ লাফাতে থাকেন সরফরাজ। যা দেখে ড্রেসিংরুমে চেয়ার ছেড়ে লাফিয়ে ওঠেন অধিনায়ক রোহিত শর্মা।
ক্রিজে সরফরাজ খানের লাফানোর ঘটনাটি কোন সময় হয়েছে?
ভারতের দ্বিতীয় ইনিংসের ৫৬ তম ওভারে সরফরাজ যখন ৯৪ রানে ছিলেন, সেই সময় রান আউট হতে হতে বাঁচেন ঋষভ পন্থ। সিঙ্গল নেওয়ার পর দ্বিতীয় রান নেওয়ার জন্য এগিয়ে যান পন্থ। প্রায় অর্ধেক পথ এগিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু নন স্ট্রাইকার এন্ডে থাকা সরফরাজ হঠাৎ করেই লাফাতে থাকেন। তিনি পন্থকে বলতে থাকেন ফিরে যেতে। হুড়মুড় করে ক্রিজে ফিরে আসেন পন্থ। বলা চলে লম্ফঝম্ফ করে পন্থকে রান আউট করা থেকে বাঁচান সরফরাজ। পন্থ যখন মাঝপথে ছিলেন, সেই সময় টম বান্ডেল বল ধরে ফেলেন। কিন্তু স্টাম্পিং মিস করেন। অত্যন্ত ভালো সুযোগ হারান টম। পন্থকে রান আউটের সুবর্ণ সুযোগ মিস করায় হতাশা ফুটে ওঠে তাঁর মুখে।
The way Sarfraz jumps to say No for the 2nd run to Pant is cute. #IndiaVsNewZealand #TestCricket pic.twitter.com/t0712b0ZEx
— Arshad (@xByZero) October 19, 2024
এই পুরো ঘটনা দেখে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে থাকা রোহিত শর্মা থেকে শুরু করে সকলে হাসতে থাকেন। ভারত অধিনায়ক রোহিত তো হাসতে হাসতে চেয়ার ছেড়ে উঠে পড়েন। তাঁর পাশে থাকা বিরাট কোহলি চেয়ারে বসেই হাসতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। বৃষ্টির কারণে ১১টার পর ম্যাচ বন্ধ সাময়িক হয়েছে। এখন ক্রিজে ১২৫ রানে অপরাজিত রয়েছেন সরফরাজ। আর পন্থ অপরাজিত ৫৩ রানে।
Tag that Sarfaraz Khan in your cricket team 😂🤩
📸: BCCI | #PlayBold #INDvNZ pic.twitter.com/x0fqtjjLev
— Royal Challengers Bengaluru (@RCBTweets) October 19, 2024